দুনিয়াতে সবচেয়ে বেশি ‘নাস্তিকের’ সাত দেশ । যারা সরাসরি সৃষ্টিকর্তা আছে বলেই অস্বীকার করে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ জানুয়ারি, ২০১৬, ০৭:০৪:২২ সন্ধ্যা



সুইডেনে ৭৬ শতাংশ লোক নাস্তিক

স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে সরকারি হিসেব অনুযায়ী মাত্র শতকরা ৮ ভাগ মানুষ উপাসনালয়ে গিয়ে ধর্ম চর্চা করেন৷ তবে গ্যালাপ-এর জরিপ অনুযায়ী, মোট জনসংখ্যার শতকরা ৭৬ ভাগ সৃষ্টিকর্তা আছেন বলে মনে করেন না৷

চেক প্রজাতন্ত্রে সামান্য কম

‘নাস্তিক’ চেক প্রজাতন্ত্রেও খুব বেশি কম নয়৷ মোট জনসংখ্যার মাত্র ৩০ ভাগ মানুষ নিজেদের সরাসরিই ‘নাস্তিক’ বলেন৷ তবে বেশিরভাগ মানুষই নিজেদের ধর্মবিশ্বাস আছে কিনা, তা জানাতেই রাজি নন৷ মাত্র ১২ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা গির্জায় গিয়ে প্রার্থনা করেন৷ গ্যালাপ-এর জরিপ জানাচ্ছে, সাবেক সমাজতান্ত্রিক দেশটিতে এক হিসেবে শতকরা ৭৫ ভাগ মানুষই নাস্তিক, কেননা তাঁরা ধর্ম বা সৃষ্টিকর্তার গুরুত্ব স্বীকার করেন না৷

ব্রিটেনে ৬৬ শতাংশ

জরিপে অংশ নেয়া ব্রিটেনের শতকরা ৫৩ জন মানুষ বলেছেন যে, তাঁদের কোনো ধর্মবিশ্বাস নেই৷ আর ১৩ ভাগ সরাসরিই বলেছেন, ‘আমি নাস্তিক’৷

হংকং ও জাপানে শতকরা ৬২ ভাগ

বিশ্বের ৬৫টি দেশের ৬৪ হাজার মানুষের মাঝে এই জরিপ চালিয়েছে গ্যালাপ৷ হংকংয়ের মানুষদের সম্পর্কেও একটা ধারণা পাওয়া গেছে এই জরিপ থেকে৷ দেখা গেছে, হংকংয়ের শতকরা ৪৩ ভাগ মানুষ প্রত্যক্ষভাবে নাস্তিক৷ বাকি ৫৭ ভাগের মধ্যে ১৯ ভাগকেও আস্তিক অন্তত মনে হয়নি৷ জাপানে প্রত্যক্ষ নাস্তিক শতকরা ৩১ ভাগ হলেও সৃষ্টিকর্তার অস্তিত্বের গুরুত্ব নিয়ে ভাবেন না এমন মানুষও আছে অনেক৷

জার্মানিতে ৫৯ ভাগ

জার্মানির ৫৯ ভাগ মানুষকেই নাস্তিক হিসেবে দেখিয়েছে গ্যালাপ৷ ইউরোপের অন্যান্য দেশ, যেমন স্পেন, অস্ট্রিয়া এবং ফ্রান্সের নাগরিকদেরও বড় একটা অংশই নাস্তিক৷ বিশ্বের যেসব দেশে অনেক ‘আস্তিক’, সেসব দেশ থেকে অনেক মানুষই এসব ‘নাস্তিক’ দেশে এসে উন্নত জীবনের সন্ধান পেয়েছেন, পাচ্ছেন৷ ইউরোপের বেশ কিছু দেশেই এখনো নাস্তিকরাই সংখ্যাগুরু৷ তবে সংখ্যালঘু আস্তিকদের ধর্ম চর্চায় তাতে কোনো সমস্যা হয় না৷

সূত্র : ডয়েসে ভেলে

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358040
৩০ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
চেতনাবিলাস লিখেছেন : ভালো লিখেছেনঃ! আধুনিক মানুষ মানেই তো নাস্তিক |দুনিয়ার সুখই তাদের কাছে বড়।
৩০ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
297082
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের দেশেও অনেক আছে নাস্তিক
সরকারীভাবেও নাস্তিক তৈরী করার কারখানা আছে
আপনাকে অনেক ধন্যবাদ
358043
৩০ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২১
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্ট, শেয়ারের জন্য ধন্যবাদ।
৩০ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
297083
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
358048
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : গ্যালাপ যদি মুনাফিকদের জরিপ করে তবে আমরাই ফাষ্ট হব৷ ধন্যবাদ৷
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৩
297094
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
358059
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাউজুবিল্লাহ!
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৪
297095
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তা ছাড়া কি বা বলার আছে আমাদের
358071
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৪
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৪
297096
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
358133
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলে ঠিক কিনা সন্দেহ আছে।
চাকুরির জন্য বহু বিদেশির সাথে কাজ করেছি। আমি নাস্তিক কাউকে দেখিনি। হয়তো ধর্ম বিষয়ে উদাসিন।
০১ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৯
297141
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
ওরা জরিপ করেছে হয়তো আমাদের দেখা এবং ওদের সাক্ষাতকারের মধ্যে পার্থক্য থাকতে পারে
358494
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
হতভাগা লিখেছেন : এদের জন্য দুনিয়াতেই আছে , পরকালে আল্লাহ তাদের জন্য কোন অংশই রাখেন নি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File