শিবিরের মুখোশ খুলে দিন" সবাইকে এদের গোপন কাজ জানিয়ে দিন !! তাহা হলে এদের থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে ঘৃনা করবে !!!!!!!!!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ জানুয়ারি, ২০১৬, ১০:১৫:১৭ রাত



শিবিরের মুখোশ খুলে দিন" সবাইকে এদের গোপন কাজ জানিয়ে দিন!!

আপনি হয়তো জানেন না শিবির কতো বড় খারাপ কাজ করে!

কি অবাক হচ্ছেন তাইনা...!!!!!

তাহলে শুনুন এদের “বিবরণ”...

এদের কাছে এমন একটা গোপন কাগজ আছে, যেই কাগজ আজও কোনো আইন

প্রয়োগকারী বাহিনী উদ্ধার করতে পারেনি...!

সেই খুনের নীল নকশাটি তারা,

প্রত্যেকেই ঘুমানোর আগে গোপনে বের করে।

আপনি জেনে অবাক হবেন সেই কাগজে তারা দৈনিন্দন গুপ্ত হত্যার বিবরন

কিভাবে ম্যানেজ করে !

দেখুন সেই ভয়াবহ বিবরণের কিছু তত্ত্ব!

কাগজটির কলামে লিখা আছেঃ

★আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তো..?

★আজ কয় ওয়াক্ত নামাজ কাজা হল..?

★নামাজ কাজা হওয়ার কারণ কি..?

★কতো ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছেন?

★ কুরআন তেলাওয়াত করেছেন..?

★ কতোটা হাদিস পড়েছেন..?

★ ইসলামী সাহিত্য পড়েছেন কতো পৃষ্ঠা?

★ ক্লাসে উপস্থিত ছিলেন কিনা?

★ পাঠ্য বই পড়েছেন কতো ঘন্টা?

★ আজ কতসময় ভালো কাজ করেছেন, মানুষকে আজ আল্লাহর পথে ডেকেছেন

তো?

★ সব শেষের কলামে আছে এখন আপনি আল্লাহর সামনে জবাব দিন, আজ

আপনি কতটুকু ফরজ , সুন্নত, ওয়াজিব এবং মুস্তাহাব কাজ করেছেন..?

★আপনি এই কলামে যাহা লিখবেন

সেইটা সত্যি না মিথ্যা...?

এখন আপনারাই বিচার করুন !

এইভাবে নীল নকশার ম্যাধ্যমে তারা মানুষ হত্যা করে, বুয়েট, মেডিকেল

এবং ঢাবিতে সেরা ছাত্র হয় !

হে প্রাণ প্রিয় বন্ধুরা ! এবার আপনিই বলুন, এই তথ্য জানার পর আপনি কি

আপনার ছেলে, ভাই বা অন্য কাউকে শিবিরের সমর্থন অথবা কোন শিবির ছেলের বন্ধু হতে দিবেন?

আমি কিন্তু দিমুনা। আপনাদের নিষেধ করে, আমি কেমনে দেই..?

তবে শিবির আর কিছু দিতে না পারলেও বাবা-মার জন্য চক্ষু শীতলকারী

সন্তান উপহার দিতে পেরেছে এবং দেয়া অব্যাহত আছে।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন, আমীন ।।

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357414
২১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো মানুষেরা অন্যের সমালোচনা কম করে এবং ভালো কাজগুলোকে প্রশংসা করে। এটাই ভালো মানুষের লক্ষণ। নিজেকে দিন দিন কি প্রমাণ করছেন সেটা ভালো করে চিন্তা করুন।
২১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫০
296555
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই আপনার কথাটা আমার পরিস্কার বুঝে আসছে না
357423
২২ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০০
শেখের পোলা লিখেছেন : এ গুলোইতো ৯০% তথাকথিত মুসলীমের দেশে চরম অন্যায়৷ স্বাধীনতার আগে সচল থাকলেও এখন অচল৷চেতনা থাকলে না বুঝবেন৷
২২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
296582
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পাগল হওয়ার নাম বুদ্ধিমান আর বুদ্ধিমানরাই পাগল বিষয়টা এমন
ধন্যবাদ
357438
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেখের পোলা ভাই এর সাথে একমত। এই দেশে এটাই বড় অপরাধ!
২২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
296583
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck
357454
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪৬
সামছুল লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫০
296588
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File