লোক যদি জামাতের পিছনে যায় আপনে আমিতো কিছুই করতে পারবো না: রুমিন, পারবো, না যাওয়া উচিৎ: খালেদ, দেখুন ভিডিও সহ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ জানুয়ারি, ২০১৬, ০৪:১১:২৯ বিকাল
সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির যে মিটিং টা লাস্টে হয়ে গেলো ৫ই জানুয়ারি ২০১৬ এর, আপনি যদি সেটার জনসংখ্যা দেখেন, আর লোক সমাগম দেখেন আর পাশাপাশি আওয়ামীলীগের টা দেখেন, তুলনা করলেই পার্থক্যটা বুঝতে পারবেন।
খালেদ মুহিউদ্দীন রুমিন ফারহানা কে লক্ষ্য করে বলেন, তুলনা তো হবেই না। কারন ওই সমাবেশে শেখ হাসিনা ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা আবার বলেন, এতো যে বিএনপির বিরুদ্ধে জালাও-পুড়াও, জঙ্গি নেত্রী, আগুন নেত্রী, বলা হয় আর তার ছোট ছেলে যখন আরাফাত রহমান কোকো মারা যায় তার জানাজায় এতো মানুষ হয় কি করে? অর্থাৎ মানুষ যখন এই নিশ্চয়তা টা পায় তাকে দেখা মাত্রই গুলি করা হবে না, তার পায়ে গুলি করে ফেলে দেওয়া হবে না, বা তাকে ধরে জেল এ ভরে দেওয়া হবে না...
খালেদ মুহিউদ্দীন প্রশ্ন রেখে বলেন, এবার ৫ই জানুয়ারির বেগম জিয়ার জনসভায় এই নিশ্চয়তা পেয়েছিলেন?
রুমিন ফারহানা বলেন, যখন মিছিল গুলো যাচ্ছিলো তখন পুলিশ যখন আটকায় নি বা জায়গায় জায়গায় বাঁধা সৃষ্টি করেনি তখন মানুষের মনে এক ধরণের আশা হয়েছে হয়তো বা তারা এখন নির্বিঘ্নে সমাবেশটি করে আসতে পারবে। আরেকটি উত্তর দিচ্ছি আমি.........
খালেদ মুহিউদ্দীন রুমিন ফারহানা কে লক্ষ্য করে আবার বলেন, এটি অতি সরলীকরণ হল কি না। আমি জানাজা সম্পর্কে বলি, আমরা গোলাম আযমের জানাজাতেও কিন্তু অনেক মানুষ দেখেছি।
উত্তরে রুমিন ফারহানা বলেন, এখন তো কিছু করার নাই। লোক যদি জামাতের পিছনে যায় আপনে আমিতো কিছুই করতে পারবো না।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন