আমার শ্রোদ্ধেয় আব্বা জান আজ ইন্তেকাল করেছেন বেলা ১২টার সময় আপনারা সবাই আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জানুয়ারি, ২০১৬, ০৮:৩৬:৫১ রাত

মধ্যপ্রাচ্যে থাকি বৃদ্ধ আব্বা জানের শাররীক অসুস্থ বেশ কয়েকদিন যাবত কিন্তু এমনই দুর্ভাগ্য যে নিজে চোখের নজর দেখব সেটাও সম্ভব হলোনা।

যাই হউক আব্বার বয়স প্রায় ১০০ বছর ( সঠিক তারিখ জানা নাই)

আপনারা বন্ধুমহলের কাছে বলব নিজের জন্য যখন দোয়া করবেন আমার আব্বার কথা একটু স্মরন করবেন।

আব্বার অনেক স্মৃতি মনে পড়ে একটা কথা এমন ছিল ; একবার আমার লেখাপড়ায় অনিহা এসেছিল পর আব্বা হাল্কা পিটুনি দিয়ে বুঝিয়েছিল ধনদৌলত পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে যেই কোন লোক পারবে আবার চাইলেই যেই কোন লোক সেই সম্পদ হাইজাক করতেও পারে । অপরদিকে লেখাপড়াও পরিশ্রমের মাধ্যমে যেই কোন লোক অর্জন করতে পারে কিন্তু সেটা দুনিয়ার কেউ হাইজাক করতে পারেনা।

আব্বার সেই উপদেশের পরে আর অবহেলা করিনাই ।

আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356670
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন ...

আপনার আব্বাকে আল্লাহ বেহেশত নসিব করুন আমিন
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৬
296069
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
356672
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৫
296070
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
356690
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫০
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন ..আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করে ভাল আমলগুলো কবুল করে দিন । হে আল্লাহ উনার কবর আজাব মাফ করে উনার কবরকে প্রশস্ত করে দিন । কিয়ামতের দিন উনার হিসাব সহজ করে নিন ও উনাকে আপনার মুমিন বান্দাদের সাথে সামিল রাখিয়েন । আমীন ।
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৭
296075
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমীন ছুম্মা আমীন
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৭
296078
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন আপুন শুকরিয়া
আল্লাহ আপনাকে প্রতিদান দিক
আমার আব্বা একজন আলেম ছিলেন বহু বছর মসজিদের খেদমত করেছেন
১২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৫৯
296116
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন
356694
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫৪
saifu islam লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন; আল্লাহ আপনার আব্বার কে মাফ করেদিন এবং সর্বউচ্চ জান্নাত দান করুন। "আমিন"
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪০
296080
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আল্লাহ আপনার দোয়া কবুল করুক এবং আপনার পরিবারকে হেফাযত করুক
১১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪০
296081
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আল্লাহ আপনার দোয়া কবুল করুক এবং আপনার পরিবারকে হেফাযত করুক
356703
১১ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৩
সাদাফ লুলু লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ...

আপনার আব্বাকে মহান আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসীব করুন আমিন।
১১ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৫
296084
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আল্লাহ আপনাকে প্রতিদান দিক
356704
১১ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৪
সাদাফ লুলু লিখেছেন : ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ...

আপনার আব্বাকে মহান আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসীব করুন আমিন। সাদাফলু'লু
>>>>>>>>>>-লু'লু
356705
১১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমীন।
১২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৫৯
296117
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন
356709
১২ জানুয়ারি ২০১৬ রাত ১২:৫০
আকবার১ লিখেছেন : ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন
১২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৫৯
296118
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন
356718
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : " ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন৷" আল্লাহ আপনার আব্বাজানকে বেহেশ্ত দান করুন৷আর আপনাদের সবর৷
১২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:০২
296120
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন
দোয়া করুন আল্লাহ আমাদের পরিবারকে সবর করার তওফিক দিক
১০
356719
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাবা মারা গেছে, আর আপনি ব্লগে দুই দুইটা পোস্ট দিলেন! যেখানে আপ্নার থাকার কথা শোক সন্তপ্ত, সেখানে....হায়রে!
১১
356722
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৯
কাহাফ লিখেছেন : করুণাময় আল্লাহ মরহুম কে মাফ করে জান্নাতে আসীন করুন,আমিন!
১২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:০১
296119
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন
১২
356735
১২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৬
হতভাগা লিখেছেন : " ইন্নালিল্লাহি ওইন্নাহ ইলাইহি রাজিউন৷" আল্লাহ আপনার আব্বার গুনাহ গুলো ক্ষমা করে উনাকে বেহেশ্ত দান করুন - আমিন ।
১২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
296132
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমীন ছুম্মা আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File