ও টংগীর মাঠের হুজুর........আপনার কথা তো খুবই ভাল লাগে ! কিন্তু আপনাদের বিরুদ্ধে যায় এমন ইসলােমের কথা কেন গোপন করছেন ও হুজুরগো হুজুর !!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ জানুয়ারি, ২০১৬, ১১:০০:১৭ রাত



ও টংগীর মাঠের হুজুর........আপনার কথা তো খুবই ভাল লাগে।

ভাল তো লাগছে বটে...!!

যেখানেই আল্লাহ বলেছেন,ভাল কাজের আদেশ কর,সেখানেই বলেছেন,

মন্দ কাজের নিষেধ করো।

আপনি খুব ভাল কথাই বললেন, কি বললে,

সুবহান আল্লাহ বললে এতো নেকী হয়.......

আলহামদুলিল্লাহ বললে এত নেকী হয়.........

আল্লাহু আকবার বললে এত নেকী হয়............

...

সুন্দর করে ওজু করে নামাজ পড়লে অতিতের গুনাহ মাফ হয়ে যায়.......

ভাল কথা।

এগুলো ভাল কথা।

বুখারী মুসলিমের হাদিস।

আপনি যখন হাত তুলে দোয়া করবেন সারা দেশের লোককে নিয়ে নেতা-

নেত্রীকে নিয়ে তার আগে একটু মন্দ কাজের নিষেধ করবেন না???

মন্দ কাজের নিষেধ এভাবে করুন, আল্লাহর রাসুল (সাHappy আলীকে (রাHappy বললেন আলী তুমি যত উচু কবর আছে ভেংগে চৌচির করে দিবে....

আপনিও বলুন,

হোক না কেন শাহ পরান, হোক না কেন শাহজালাল, হোক চিশতীর কবরসহ দেশের সব কবর ভেংগে মাটির সাথে মিশিয়ে দিতে হবে..।।

আল্লাহর রাসুল (সাHappy বললেন, আলী যত ছবি মূর্তি আছে ভেংগে ফেল।

আপনি আখেরী দোয়ার আগে বলুন,

২৪ ঘন্টার মধ্যে সব ভেংগে দেশের সব মুর্তিভেংগে ফেলতে হবে।

আপনি বলুন,

২৪ ঘন্টার মধ্যে এ দেশে যত পতিতালয় রয়েছে, সুদি ব্যাংকিং রয়েছে তা বন্ধ করতে হবে।

হুজুর আপনার ভাল কথার সাথে একটু মন্দ কাজের নিষেধ করা যায় না...???

বিষয়: বিবিধ

১৯০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356578
০৯ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৩
তট রেখা লিখেছেন : পিলাচ
০৯ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫৬
295990
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
356582
১০ জানুয়ারি ২০১৬ রাত ০১:২৫
শেখের পোলা লিখেছেন : সমস্যাতো এই সর্ষের ভিতর৷ ও কথা বলেকি জীবন দিতে বলেন? তা ওনারা পারবেন না৷ ওনারা শুধুই দ্বীন প্রচার করবেন৷,নিজেরা পালন করেন না৷
১০ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৪৫
295993
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
অনেক ধন্যবাদ
356588
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৪৯
Raya লিখেছেন : ধন্যবাদ
১০ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৪৬
295994
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
356606
১০ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৯
saifu islam লিখেছেন : মূল কাজ হল সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা করতে গেলেই মসিমত।
১০ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০০
295995
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এটা যদি ওনারা করতেন তবে কি আখেরী মুনাজাত হতো গো ভাই জান !
ওনার আখেরী মুনাজাতে কি আর দাজ্জাল হাসিনা হাত উঠাইতেন !!
এত ঘটা করে কি আর টিভিতে প্রচার করতেন !
আইন শৃংখলাবাহীনি কি আর সিসি ক্যামেরা বসাইয়া লোকজনের চোখে মলম লাগাইতেন ! বড় ইসলামের খেদমতকারী কি আর এমনি বনে !!!!
আপনাকে অনেক ধন্যবাদ
356748
১২ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৭
হৃদয়ে বাংলাদেশ লিখেছেন : ভালো লাগলো
১২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
296133
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
356917
১৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০২
হৃদয়ে বাংলাদেশ লিখেছেন : স্বাগতম
১৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১২
296213
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File