আমেরিকার প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. ডালিয়া মুজাহিদ। নগ্নতা ও উলঙ্গপ্নাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার হতো, বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৩:৪৯ রাত



ইনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. ডালিয়া মুজাহিদ। ইসলামী হিজাব ও শালীন পোশাক পরিধান করার কারণে সাংবাদিকগণ তাকে গভীর বিস্ময়ে জিজ্ঞাসা করেছিলো, আপনার বেশ-ভূষা ও পোশাক-পরিচ্ছদের মধ্যে আপনার উচ্চ শিক্ষা ও জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছেনা। তাদের ধারণা ছিলো, হিজাব অনগ্রসরতা, মূর্খতা ও সেকেলে ধ্যান-ধারণার প্রতীক। উত্তরে তিনি বললেন, আদিম যুগে মানুষ ছিল প্রায় নগ্ন। শিক্ষা ও জ্ঞান চর্চার উন্নতির সাথে সাথে পোশাক পরিধান করে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করতে থাকে। আমি যে পোশাক পরিধান করেছি, তা শিক্ষা ও চিন্তাশীলতায় উন্নতি ও সভ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। নগ্নতা ও উলঙ্গপ্নাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।

বিষয়: বিবিধ

১৯৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355756
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৮
295422
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355766
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৭
শিহাব আহমদ লিখেছেন : সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৮
295423
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355783
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৩
শেখের পোলা লিখেছেন : জগন্নাত উল্টা বুঝিল৷ সঠিক জবাব৷ আপনাকে ধন্যবাদ৷
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
295424
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355799
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪২
দ্য স্লেভ লিখেছেন : আমার প্রশ্ন হল একজন মুসলিম ব্যক্তি কুফর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্যে কি পরামর্শ দিয়ে থাকেন !!! তার পোষাক ইসলামিক,ব্যক্তিগত ইবাদত ইসলামিক,কিন্তু আমেরিকা রাষ্ট্রের পক্ষে তার কথা ও কাজটি কি ??? আমি এ বিষয়ে অজ্ঞ...
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
295445
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে যদি পাশের বাড়ীতে কে কে আছে জানতে হলে ওদের কারোর সাথে সম্পর্ক করতে তাহা হলে আপনি ওদের ব্যাপারে জানতে পারবেন , এই বিদ্যায় আমরা অনেক পিছে ছিলাম এখন ওদের থেকে আস্তে আস্তে শিখতে শুরু করেছি
আমরা যদি আমিরিকার ঘরে না ঢুকি তবে ওদের খবর জানতে পারবোনা তাই নয়কি ?
সুতারাং এখানে ফতোয়া না খোজাটাই ভাল
আপনাকে অনেক ধন্যবাদ
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৮
295471
শেখের পোলা লিখেছেন : চাচাহে, কার অন্তরে কি আছে তা আল্লাহ ভাল জানেন৷ গোপার ভাঁড়ও রাজসভার সদস্য ছিল,মোল্লা দো পিঁয়াজাও আকবরের নবরত্নের একজন ছিল৷এদের কাজ ছিল আলাদা৷ তাই তার কাজও আলাদা থাকতে পারে৷ ফায়ার প্লেসের পাশে গরম অনুভব হয়৷উনি সেটাও হতে পারে৷ আর এটা ঠিক যে ব্যক্তিগত ভাবে তিনি ফায়ার প্লেস বটে,নয়ত ওবামার রাজ সভায় হেজাব নিতনা৷ গাজী সালাউদ্দীনের কথা মনে আছে নিশ্চয়ই৷অসুস্থ রিচার্ডকে ছদ্ববেশে সুস্থ করেই যুদ্ধের প্লান করে লাভবান হয়েছিলেন৷ বুদ্ধি মানের জন্য এতটুকুই যথেষ্ট৷ ধন্যবাদ৷
০১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
295580
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ শেখের পোলা ভা্ই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File