মধ্যযুগে শাষকরা মানুষকে কিভাবে শাস্তি দিত তার কয়েকটি যন্ত্রর ছবি সেই যুগের বর্বরতাকে স্মরন করিয়ে দেয় ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ ডিসেম্বর, ২০১৫, ০১:২২:৪৬ দুপুর

এই যন্ত্রে নির্যাতিত ব্যাক্তিকে চাকার সাথে বেধে নিচে আগুন জালিয়ে রাখতো আর ধিরে ধিরে চাকাটি ঘুরানো হতো এতে তার শরিরের পুরা অংশ পুড়ে যেত কিন্তু ধিরে ধিরে ।

এই যন্ত্রে নির্যািতিতের হাত পা বেধে হ্যান্ডেল ঘুরিয়ে হাত পা টেনে ছিড়ে ফেলা হতো এর সাথে জং ধরা কাটাযুক্ত বিছানা যোগ হতো



এই যন্ত্র দিয়ে মানুষের হাত অথবা পা বিচ্ছিন্ন করা হতো



এই যন্ত্রে নির্যাতিতকে উলংগ করে বেধে বিভিন্ন ওজনের পাথর পায়ে বেধে দেওয়া হতো । পাথরের ভারে অনেক সময় নির্যাতিতের শরির দুখন্ড হয়ে যেত



নির্যাতিতের মুখ অথবা পা এই যন্ত্রে আটকিয়ে যন্ত্রটিকে গরম করে ঝলসিয়ে দেওয়া হতো



পিতলের এই ষাড়ের ভিতর মানুষকে ঢুকিয়ে দেয়া হতো তারপর তারপর আগুন জালিয়ে দেওয়া হতো যাতে ষাড়ের মুখ দিয়ে নির্যাতিতের চিতকার ভয়ংকর রুপ ধারন করতো



এই যন্ত্র নির্যাতিতার যৌনাংগে ঢুকিয়ে ক্ষতবিক্ষত করা হতো



বিষয়: বিবিধ

৩৫০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353338
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এসব জিনিসগুলো শেয়ার না করার অনুরোধ রইল কারণ তা মানুষের মনে প্রতিহিংসা জাগায়, উৎসাহিত করে। রাসূল(সাঃ)একধরণের প্রাচীন পাত্র ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। একজন ব্যক্তি যখন প্রশ্ন করলেন একজন সাহাবী (রাঃ)কে যে, পাত্র এই পাত্র ব্যবহার কেন হারাম হবে? সাহাবী (রাঃ)উত্তর দিলেন, হ্যা! তুমি ঠিক পাত্র হারাম হতে পারেনা তবে এর বিশেষ এক কারণ ছিল। জাহিলিয়াত যুগে মানুষেরা এই পাত্রে মদ রাখত এবং তা থেকে মদ্যপান করত। মদ হারাম করা হল কোরানের আয়াত দ্বারা। তখন রাসূল (সাঃ) এই পাত্র ব্যবহারও নিষিদ্ধ করলেন। কেননা, যখনই তুমি সেই মদের পাত্র তোমার চোখের সামনে দেখবে, তখনই পুরণো মদ্যপানের অভ্যাসের কথা মনে পরে যাবে, তোমার নফস তোমাকে পুরনো স্বাদ মনে করিয়ে দিবে, তোমাকে উত্তেজিত করে তুলবে অবশেষে তুমি লোকচক্ষুর অন্তরালে তা পান করে ফেলবে। এজন্যই তা হারাম করা হয়েছিল।
আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন।
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৩
293321
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি আচ্ছা
353339
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
আরিফা জাহান লিখেছেন : Surprised Crying ভয়ংকর !!!!!!
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
293323
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি !!
353346
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
ঘাড় তেড়া লিখেছেন :
আপনি কি আওয়ামীলীগের নেতা কর্মীদের জন্য এগুলো ব্যবহার করার কথা ভাবছেন ?

সাবধান ! হাসিনার চোখে পরলে কিন্তু আপনাকে দিয়েই শুরু হবে...হে হে
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
293333
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
হ ভাই ওদের বরাতে কি যে দুৎখ আছে সেটা মাবুদই জানে
353357
০৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : ভয়ংকর দেখেই ভয় লাগছে। অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
293345
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
353384
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম মন্তব্যটির সাথে একমত নই। ইতিহাস জানার প্রয়োজন আছে। এই যন্ত্রগুলির বেশিরভাগই ব্যবহার ও আবিস্কার করেছিল কুখ্যাত ইনকুইজিশন। যারা খ্রিষ্টধর্ম ত্যাগ এর জন্য মানুষকে শাস্তি দিত।

একটি ছোট্ট সংশোধনি!!
শেষ যন্ত্রটি কোন শাস্তি দেওয়ার যন্ত্র নয়। এটি মহিলাদের কুমারিত্ব রক্ষার জন্য চেস্টিটি বেল্ট হিসেবে পড়ান হত!
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৯
293366
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সব কিছুর সাথে একমত হতে হবে তার কোন মানেও নেই। যেহেতু এটা সরাসরি কোরান-হাদিসের সাথে সাংঘর্ষিক না। ইতিহাস জানার জন্য সব কিছুকে উন্মুক্ত করে দিতে হবে তার কোন মানে নেই। কাল যখন এসব যন্ত্রই টর্চার সেলে ঢুকে যাবে তার দায়ভার আপনি নিবেন??? প্ররোচনাগুলো এভাবেই আসে।
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
293368
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইতিহাস
আজকের বউ তো কালকে শ্বাশুড়ী হবে তাই না সমস্যা কোথায় ভাই।
বর্তমানে হয়তো এর চেয়ে আরো জঘন্য পদ্ধতি প্রয়োগ হচ্ছে বিরোধী দলের লোকের বিরুদ্ধে
353436
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:২১
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন Happy]
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৭
293411
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা কঠিন নির্মমতার ইতিহাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File