হাশরের ময়দানে চরমোনাইয়ের কুতুবেরা বড় বড় জাহাজ হবেন, সেখানে নাকি তারা তাদের মুরিদদের কে সুপারিশ করতে পারবেন...? নাউজুবিল্লাহ।।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:২৪:৪৭ রাত



আপনাদের হয়ত সবারই এই হাদিসটা জানা আছে যে কিয়ামতের দিন সর্ব প্রথম সবাই আদম আঃ এর কাছে যাবে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আদম আঃ অসম্মতি জানাবেন, তারপর নূহ আঃ তিনিও অসম্মতি জানাবেন।

যেখানে নূহ আঃ প্রথম রাসূল হয়েও আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না, সেখানে পীরেরা কিভাবে মুরিদ্দের জন্য সুপারিশ করবে আমার বুজে আসেনা।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেনঃ আর সে দিনের ভয় কর, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না। আল কোরআন ০২/ সুরা বাকারাহ, আয়াতঃ ৪৮

সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (আল কোরআন ৮০/ সুরা আবাসা, আয়াতঃ ৩৪-৩৭)

কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া.?(আল কোরআন ০২/ সুরা বাকারাহ, আয়াতঃ ২৫৫) — সংগৃহীত

ইয়া নাফসী ইয়া নাফসী থাকবেনা কেউ সঙ্গের সাথী, হবেনা কোনো সুফল কারো তদবীরে.???

এখন চিন্তা করুন চরমুনাই পীরেরা কিভাবে আপনাকে জাহাজে করে পুলসিরাত পার করাবেন..???

এইসব শয়তান পীরেরা তাদের মুরীদদের মগজ ধোলাই দিয়ে পীর শব্দটাকে নবী এবং রাসূলদের পর্যায়ে নিয়ে যাচ্ছেন...

হক্কানী ভন্ডপীর, ধর্মব্যবসায়ী চরমোনাই পীর, দেওয়ানবাগী, মাইজভান্ডারী এবং মাজার পূজারীদের মিথ্যাচারের শেষ কোথায়.???

বিষয়: বিবিধ

২২০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352707
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:০৩
শেখের পোলা লিখেছেন :
এদের শেষ এদের মওত৷ 'তিলকা আমানিইয়ুহুম'এটা তাদের মনগড়া ধারণা,'wishful thinking' সুরা বাকারায় বলা হয়েছে৷ আরও পক্ষে দলীল চাওয়া হয়েছে৷
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৬
292834
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
352720
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০৯
হতভাগা লিখেছেন :


চরমোনাইয়ের মুরিদ হতে গেলে আপনাকে প্রথমেই এই ব্যাপারে দক্ষতা অর্জন করতে হবে ।
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৫
292833
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
চমতকার প্রাকটিস
352726
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মযদানে জাহাজ চলবে!!
352732
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওরা পাগল... অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
292852
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
352758
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আফসোস! সরল প্রাণ মুসলমানরা (অশিক্ষার কারণে)মুরব্বীরা যা-ই বলেন তা বিশ্বাস করেন? ধন্যবাদ
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৪
292853
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
352789
০৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : এরকম পোস্ট ফিতনার কারন হয়ে দাঁড়ায়। দেখুন গিয়ে এই পোস্টের জন্য কি ঝঘন্য পোস্ট করে বসেছে আরেকজন। দ্বীনের দাওয়াত দিতে আরেক দলের বিরুদ্ধে প্রচার করার প্রয়োজনয়তাই নাই। নিজেদের দাওয়াতের কথা বলেই তো শেষ করা যায় না আরেক দলের বিরুদ্ধে কথা বলার সময় কোথায়? আমি যতদূর জানি জামায়াতে ইসলামী কখনোই কোন দলের বিরুদ্ধে অফিসিয়ালি বিরোধিতা করে বক্তব্য রাখেনা । বিষয়টি চিন্তা করা অনুরোধ রইলো---------
০৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:২৪
292886
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File