আর রাজনীতি করবেন না এরশাদ ,আজ এক অনুষ্টানে এমন কথা বলেছে । আপনি না বললেও বেঈমানীর ফল ভোগ করতে আগামী সেশন রাজনিতি করাই লাগবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ নভেম্বর, ২০১৫, ১১:৪০:২২ রাত



বেইমান , জাতীয় মোনাফেক , রাজনৈতিক দেওলিয়াপনা ব্যাক্তি , চীর স্মরনীয় ঘৃনিত নিমকহারাম রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

যেই ব্যাক্তির অরাজনৈতিক জোট করার কারনে আমাদের জাতির শ্রেষ্ট সন্তানকে হত্যা কেরছে জালিম শাষক হাসিনা। সঠিক রাজনিতির পথে যদি থাকতো তবে তার দলের যেমন অপমৃত্য হতো না আমাদের দলের শ্রেষ্ট মানুষগুলিকে হারাতে হতো না।

সুতারাং আমি বলল এরশাদ যতই লম্পঝম্প মারুক যে আমি রাজনিতি থেকে এস্তেফা দিব কিন্তু বাংলার ১৭কোটি জনতা তাকে কঠিন থেকে কঠিন শাস্তি না দিয়ে একা হাসিনার গুষ্টিকে দিবে না

ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি হাসু এবং তার বন্ধু এরশাদকে জবাব দিতে।

এরশাদ বলেন, আমি সৈনিক ছিলাম। রাজনীতিবিদ হয়েছি। কাজটা বোধহয় ঠিক হয়নি। এখন রাজনীতি থেকে দূরে থাকতে চাই। অনেক হয়েছে। তোমাদের মাঝে আবার আসবো। হয়তো সে সময় কোনো পদ-পদবি থাকবে না।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানাগেছে চরমপন্থা ও আইএস নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে, এর বাইরেও আর কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352070
৩০ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৩
শেখের পোলা লিখেছেন : কিন্তু রাজনীতি যে ওনাকে ছাড়বে না৷ তাহলে আবার জেল৷ধন্যবাদ৷
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:০১
292333
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওনার কুকর্মের জোরে হাসিনা আমাদের প্রিয় নেতাদেরকে ফাসি দিতে পেরেছে তাই উনি রাজনিতি ছাড়লেও বাংলার জমিনে থাকার অধিকার তার থাকবে না যদি থাকতে হয় তবে রাজনিতি করতে হবে এবং বদলা গ্রাহন করতে হবে নইলে মঈনু-ফখরুদ্দিনের মতো হতে হবে
পরিস্কার কথা
ধন্যবাদ
352104
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাচা না থাকলে কি রাজনিতি জমবে!!
352107
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চাচার অবৈধ কর্মের ফল পেতেই হবে ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File