আমাদের প্রান প্রিয় নেতা মুজাহিদ ভাইর পরিবার নিয়ে মাসুদা সুলতানা রুমি আপার ওয়াল থেকে==পড়তে পারছিনা চোখের কোনা ভিজে যাচ্ছে পানিতে।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ নভেম্বর, ২০১৫, ০৫:৪৭:০৩ বিকাল
লেখিকা Masuda Sultana Rumi আপার ওয়াল থেকে==
চার দলীয় জোটের সময়কার এক রুকন সম্মেলনে ঢাকাতে এসেছি। তামিরুল মিল্লাতের মাঠে মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করে দেওয়া হয়েছে। আমরা ঘাসের উপর খড় বিছিয়ে অনুষ্ঠানে বসেছি। এক অবসর সময়ে আমার নওগাঁ এলাকার এক রুকন বোন এসে জিজ্ঞেস করলো- আপা মন্ত্রীর বউ আসেননি? তিনি কোনজন আপা? আমি দেখবো..
- কোন মন্ত্রী? আমাদের মন্ত্রী আছেন দুজন..
- সামসুন্নাহার আপাকে তো চিনি, আমাদের সমাজ কল্যান মন্ত্রী মুজাহিদ সাহেবের বউকে দেখতে চাইছি...
আমি একটু হেসে আমার পাশে খড়ের উপর বসে থাকা তামান্না আপাকে ধরে বললাম, এই নেন আপনার মন্ত্রীর বউ...
এবার সেই রুকন বোনটি অবাক হয়ে গেলেন। মন্ত্রীর বউ মাটিতে খড় বিছিয়ে বসে আছেন এটা তিনি মেনে নিতে পারছেনা! বললাম, কি ব্যপার চুপ করে আছেন কেন?
- না, মন্ত্রীর বউ মাটিতে বসে আছে তাই দেখে অবাক হচ্ছি!
একথা শুনে আলী আহসান মুজাহিদ সাহেবের স্ত্রী তামান্না আপা বললেন- আমরা এখানে সবাই রুকন, মন্ত্রীর বউ হিসাবে কেউ আসিনি। আমরা সবাই মুসলিম বোন, এটাই আমাদের বড় পরিচয়...
মুজাহিদ সাহেব মন্ত্রী হয়েও নিজ পরিবারকে সেই পাওয়ারের ছোঁয়া পেতে দেননি। পুরো পাচ বছর আগের মতই সাধারন জীবনযাপন করেছেন। আজ একাকী বসে বসে পিছনের অনেক কথা মনে পড়ছে। নিজের শরীরটাও দুর্বল হয়ে গেছে। অনেক ইচ্ছা থাকার পরেও তামান্না আপার এই মহা পরীক্ষার সময়ে তার সাথে দেখা করতে পারিনি। দোয়া করি, আল্লাহ মুজাহিদ পরিবারকে হেফাযত করুন, তামান্না আপাকে মানুষিকভাবে আরো শক্তিশালী করে দিন..
বিষয়: বিবিধ
১৮২৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন