পৌরসভার নির্বাচনে ৫০ আসনে পার্থী চায় জামায়াত। ২০ দলের প্রধান শরিক বিএনপির ধানের শীষ প্রতীকে বা স্বতন্ত্রভাবে ৫০ পৌর সভায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:৩৫:১৮ দুপুর



পৌরসভাগুলোর কাউন্সিলরের অন্তত ৩০ ভাগ পদে এককভাবে প্রার্থী দিতে চাচ্ছে জামায়াত।

পৌর নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে জোট প্রধান বিএনপির সঙ্গে জামায়াতের আলোচনা শুরু হয়েছে। শিগগিরই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে। কোনো কারণে জোটে সমঝোতা না হলে স্বতন্ত্রভাবে সব পদেই প্রার্থী দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জামায়াত সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের শীর্ষ নেতাদের বিচার, বিভিন্ন মামলায় দেশজুড়ে সক্রিয় নেতাকর্মীদের ধরপাকড়সহ নানা কারণে দীর্ঘদিন প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালাতে পারছে না জামায়াত। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটি নিষিদ্ধের আভাস দেয়ায় সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় দলের প্রতি জনসমর্থন যাচাইসহ তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে পৌরসভা নির্বাচনকে মাধ্যম হিসেবে দেখছে জামায়াত।

এছাড়া গত বছর অনুষ্ঠিত চতুর্থ উপজেলা নির্বাচনে প্রতিকূল পরিবেশেও জামায়াত সমথর্করা ভালো ফল করায় পৌরসভা নির্বাচন নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

এবছর এপ্রিলে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থীদের বর্জন সত্ত্বেও জামায়াত সমর্থিত পাঁচ কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন। এসব নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলের আশা জেগেছে জামায়াত নেতাদের।

জামায়াতের এক নেতা জানান, সব পৌরসভায় সম্ভাব্য প্রার্থী বাছাইসহ নির্বাচন করার প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে জামায়াত। সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগতভাবে প্রচার কাজ চালানোর নির্দেশনা দেয়া হয়েছে দল থেকে। তবে শরিক ২০ দলীয় জোটের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। এ বিষয়ে এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতার সঙ্গে প্রার্থী ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তিনি জানান, জামায়াতের টার্গেট জোটের পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলরের ৩০ ভাগ পদে প্রার্থী দেয়া। যেসব এলাকায় জামায়াতের অবস্থান ভালো সেগুলোকে বাছাই করে জয়ের আশা নিয়েই জোটের কাছে প্রার্থী তালিকা দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যেই প্রার্থী ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে। তবে কোনো কারণে জোটের সঙ্গে সমঝোতা না হলে এককভাবে স্বতন্ত্র প্রার্থী দেয়া হতে পারে বলেও তিনি আভাস দেন।

এ বিষয়ে জামায়াতের এক আইনজীবী নেতা বলেন, কমপক্ষে অর্ধশত মেয়র পদে জোটের হয়ে প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে জামায়াতের। কাউন্সিলর পদেও বেশসংখ্যক প্রার্থী দেয়া হবে। এ নিয়ে জোট নেতাদের সঙ্গে প্রাথমিক বৈঠক হয়েছে। আরও কয়েকটি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। বিএনপির ধানের শীষ প্রতীক অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত পৌরসভা নির্বাচনে অংশ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা-উপজেলা পর্যায়ে জামায়াতের নেতারা প্রাথমিকভাবে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করে কাজ শুরু করেছেন। কেন্দ্রীয়ভাবেও দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে জামায়াত একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

বিষয়: বিবিধ

১৬৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351993
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
মাহমুদ নাইস লিখেছেন : Rose
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
292229
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
352008
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
মাজহার১৩ লিখেছেন : নির্বাচন না করলে কি খুবই ক্ষতি হয়ে যাবে?
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
292246
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের লাভ ক্ষতির কিছুতো নাই কিন্তু সাধারন পাবলিক তো নির্বাচনেরই পক্ষে তাই গনতন্ত্রর স্বার্থে মনে হয় নির্বাচন করাটাই ভাল বলে সংগঠন মনে করছে
আপনাকে অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
292265
মাজহার১৩ লিখেছেন : বিপ্লবের জন্য নির্বাচন জরুরী নয়।
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
292269
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই আপনার সাথে একমত
কিন্তু বিপ্লবের পরিবেশ তো বাংলাদেশে তৈরী হয়নি তাই পশ্চিমাদের তৈরী গনতন্ত্রান্তিক পদ্ধতিটাই নিতে হচ্ছে
হয়তো বা আমাদের মজলিশে শুরা যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা মংগলজনক
অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩২
292277
মাজহার১৩ লিখেছেন : মজলিশে শুরার সকল রাজনৈতিক সিদ্ধান্ত অর্বাচীনের মত।
352028
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দেখার পর আর নির্বাচন এর আশা করাই বোকামি!
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
292263
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তা ঠিক আছে কিন্তু সব কিছুর ভিতর দিয়ে যেতে হবে নইলে মিথ্যাবাদিরা বলবে ভয়ে নির্বাচনে আসে নি
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File