দুষ্টলোকেরা বলে:-১৯৬৫ সালের দিকে যখন হাসিনা ইডেনের ছাত্রী তখন তোফায়েলকে নিয়ে পালিয়ে চট্রগ্রাম গেলেও মুজিবের অনুরোধে ফকা চৌধুরী খুজে বের করে মুজিবের হাতে দিয়েছিল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৫২:৩২ সন্ধ্যা
১৯৬৫ সালের দিকে যখন হাসিনা ইডেনের ছাত্রী, একটু চাল চলন উল্টা দেখে উঠতি গবেষক ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে ঠিক করে ১৯৬৭ সালে।
বিয়ের খবরে বেকেঁ বসে হাসিনা। তার বিশেষ বন্ধু তখন তোফায়েল মিয়া। হাসিনা তোফায়েলকে নিয়ে পালিয়ে যায় ঢাকা থেকে। মুজিব খোজ খবর করে বের করেন তারা চট্রগ্রামে আছে।
মুজিব জানতো চট্রগ্রামে একটি লোকই তাকে সাহায্য করতে পারবে, জনগণের কাছে ঘটনা গোপন রেখে। সে ফকা চৌধুরীকে তার পারিবারিক সম্মান রক্ষা করার জন্য হাসিনাকে খুজে বের করে দিতে বললো। ফকা চৌধুরী তিনদিনের মাথায় হাসিনাকে সসম্মানে তার বাবার জিম্মায় পৌছেঁ দেয়।
কৃতজ্ঞতা বশত: শেখ মুজিব ফকা চৌধুরীকে প্রস্তাব দেন হাসিনার সাথে তার ছেলে সাকা চৌধুরীর বিয়ে দিতে। জবাবে ফকা চৌধুরী বলেন ইদুরের পেট থেকে কোনদিন বাঘের বাচ্চা বের হবে না। সে বিয়ের প্রস্তাব ভেঙ্গে যাওয়ায় মুজিব অবশেষে ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে দেন হাসিনার। সে বিয়েতে হাসিনা স্পষ্টতই: অখুশী ছিলো বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছে। ওয়াজেদ মিয়াকে আমৃত্যু স্বামী হিসেবে কখনও মন থেকে মেনে নিতে পারেনি হাসিনা এ কারণেই......
বিষয়: বিবিধ
২৩৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অা্পনাকে ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন