এবার প্রাণভিক্ষার নাটক !সরকার নিয়ন্ত্রিত কারা কতৃপক্ষ দাবী করেছেন, সাকা-মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন । বাস্তবতা নাটক !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ নভেম্বর, ২০১৫, ০৩:৫১:১৭ দুপুর
সরকার নিয়ন্ত্রিত কারা কতৃপক্ষ দাবী করেছেন, সাকা-মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন । এখবর সরকার-বান্ধব সব মিডিয়া বিশেষ করে টিভি চ্যানেল গুলো প্রচার করছেন। অন্যদিকে বাংলাভিষন জানাচ্ছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা একথা জানতে চেয়ে সাকা-মুজাহিদের কাছে যাওয়া ম্যাজিস্ট্রেট এখনো জেল থেকে বেরই হননি। তাহলে সিদ্ধান্তটি কার কাছে জানা গেল? তাছাড়া সাকা বা মুজাহিদের পরিবারের সাথেও সাক্ষাতের পর এসব আসেনি। এমনি গত দুইদিন থেকে অভিযুক্তদের আইনজীবীদেরও জেলে ঢুকতে দেয়া হচ্ছে না। তাহলে কার মাধ্যমে প্রাণভিক্ষার সিদ্ধান্ত আসলো ।এমন কথা বলা হচ্ছে সামাজিক মাধ্যম গুলোতে । আর বলা হচ্ছে, এসব প্রচার করে নৈতিকভাবে দুর্বল করার জন্যই মুলত সরকার ও তার পেটোয়া মিডিয়া উঠে পড়ে লেগেছে। কারণ সাকা-মুজাহিদ বা তাদের পরিবার ভালো করেই জানেন প্রেসিডেন্ট তাদের ক্ষমা করবেন না।
সাকা-মুজাহিদের সমর্থকদের দাবী সরকার ও তাদের পেটোয়া মিডিয়া কোনটারেই বিশ্বাস যোগ্যতা নাই।
প্রাণ ভিক্ষার ব্যাপারটি যতক্ষন পর্যন্ত দন্ডপ্রাপ্তদের আইনজীবী অথবা পরিবারের সদস্য দ্ধারা পরিষ্কার হওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন সূত্রের খবর বিশ্বাসযোগ্য না। ইতিপূর্বে কামরুজ্জামানের ব্যাপারে রাষ্ট্রিয় সূত্র উল্লেখ করে এমন প্রাণভিক্ষার খবর প্রচার করা হয়েছিল, পরবর্তীতে শোনা যায় পুরাটাই বানোয়াট।
এভাবে একঢিলে দুই পাখি মারতে চায় সরকার। ফাঁসি দেয়ার আগে তাদের নেতা-কর্মীদের মানসিকভাবে দুর্বল করা । অপরদিকে রাষ্ট্রপতি ও কথিত ট্রাইবুন্যালের গ্রহণযোগ্যতা স্বীকার করিয়ে নেয়া ।
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব নাটক
মন্তব্য করতে লগইন করুন