দেশের হাজার হাজার সমস্যার ভিতর জাতী জর্জরিত , সেখানে মুজাহিদ সাকাকে ফাসি দিরেই কি সব চুকে যাবে !! ভুল এজেন্ডায় ঢুকেছেন শেষ পরিনতি সামাল দিতে পারবেন বলে মনে হয় না !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ নভেম্বর, ২০১৫, ১০:৩৪:২২ রাত

দেশের কোটি কোটি কেচ বছরকে বছর ফাইল বন্দি হয়ে পড়ে আছে , হাজার হাজার লোকের ফাসির আদেশ দিয়েছে আদালত সেই গুলির কোন সমাধান হচ্ছেনা । লক্ষ লক্ষ মার্ডারের আসামী জেলের ভিতর জামাই আদরে আছে যাদের বিচার তরাম্বিত করার কোন আগ্রহ সরকার বা রাষ্টপক্ষের নেই।
এমন এসিড দগ্ধ মা বোনেরা হাসপাতালের বেডে কাতারাতে কাতরাতে একটু সুস্থবোধ করছে বটে এসিড নিক্ষেপকারীকে কোন কোন ক্ষেত্রে গ্রেফতারও করা হচ্ছেনা যদিও আমাদের দেশের এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যদন্ড । তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যাবস্থাও করছে না রাষ্ট্রযন্ত্র।
লিখলে এমন শত শত এজেন্ডা লিখে কলেবর লম্বা করা যায় যেই গুলি মানুষের মৌলিক চাহিদার সাথে মিশে আছে । যেই অপরাধগুলির বিচার করলে ভবিষ্যতে আর কেহ এমন অপরাধ করতে সাহস পেত না সেই গুলির ধারে কাছেও যাচ্ছে না অবৈধ হাসু বিবি
তার এজেন্ডা হলো বিএনপি এবং জামায়াত নেতাদেরকে ফাসি দিয়ে দাও । বিচারের কোন দরকার ছিল না তারপরেও নাটকের মন্চস্থ না করলে নয় তাই একটু লোক দেখানো বিচারের রিহাকসল করা তো হলো।
আমি বলব হাসু দিদি দেশের হাজার হাজার সমস্যার ভিতর তোমার মাথায় এই পোকা ঢুকেছে যে এইগুলি তোমার আসল এজেন্ডা !!! আর তাতে তুমি চীরকাল ক্ষমতায় থাকবে !!
দিবা স্বপ্ন দেখতে থাকো এবং প্রতিটা হত্যার বদলা তোমাকে দিতে হবে এবং বাংলার জমিন থেকে তোমাকে বঙ্গেপ সাগরে নিক্ষেপ করবে এই দেশের জনতা ।
বিষয়: বিবিধ
১৮৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
দেশে ভালকে ভাল বলা যায়না
কালকে কাল বলা যায়না
পশ্চিমকে পশ্চিম বলা যায়না,
দক্ষিণকে দক্ষিণ বলা যায়না,
এমন একটি অন্ধ গাদ্দার সরকারের সময় পার করছি আমরা ।
সুতারাং মনে রাখতে হবে আল্লাহর শক্তির সামনে কৃত্তিম কোন শক্তি শক্তি নয়
মন্তব্য করতে লগইন করুন