মুমিন হিসেবে আমরা কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারিনা । স্টাটাস দিয়ে বাবা মুজাহিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেল মাবরুর
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ নভেম্বর, ২০১৫, ০৬:৪৪:২৭ সন্ধ্যা
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একে একে দিনগুলো সব পার হয়ে গেল। একটার পর একটা আইনী প্রচেষ্টার পর আজ সর্বশেষ রিভিউ শুনানীও শেষ হয়ে গেল।
আগামীকাল বুধবার আপীল বিভাগে আমার পরম শ্রদ্ধেয় পিতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সমাজকল্যান মন্ত্রী জনাব আলী আহসান মো: মুজাহিদের চুড়ান্ত রায় ঘোষণা হতে যাচ্ছে। আমাদের রিভিউ আবেদনে আইনজীবীগন অত্যন্ত দক্ষতার সাথে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেই যুক্তিতর্ক মাননীয় বিচারকগন বিবেচনা করবেন বলে আমরা আশা করি।
রায়ে কি হবে জানিনা। সবাই বলে রিভিউতে রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
এরপরও আমরা আশাবাদী কেননা আমরা সর্বাবস্থায় আল্লাহর রহমতের প্রত্যাশী। মুমিন হিসেবে আমরা কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারিনা।
যেই সিদ্ধান্তই আসবে তা আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসবে। কেননা আল্লাহই জীবন মৃত্যুসহ প্রতিটি বিষয়ের প্রকৃত ও চূড়ান্ত ফায়সালাকারী। আইনী সর্বশেষ পদক্ষেপ হয়ে যাওয়ার পর মানবিক সব প্রচেষ্টার রাস্তাও আসলে শেষ হয়ে যায়। এখন আমরা আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে আছি।
জনাব মুজাহিদের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। জনাব আলী আহসান মো: মুজাহিদ যাতে ন্যায় বিচার পান সে বিষয়ে আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ মজলুম এই নেতাকে অবিচারের হাত থেকে রক্ষা করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আল্রাহ হায়াতে তৈয়বা দান করুক
ওরা মনে করছে হত্যা করলেই বুঝি আল্লাহর দিন নিভে যাবে কিন্তু ওদের ধারনো ভুল
আনপাকে অনেক ধন্যবাদ
বিচার হচ্ছিল না বলে উনারা মনে করেছিলেন যে উনারা পার পেয়ে গেছেন !
অন্যায় করেও কোনদিনও তারা ক্ষমা চায় নি বাংলাদেশীদের কাছে । দম্ভ নিয়ে চলতো তারা ।
পরকালেও তাদের জন্য কঠিন সময় আসবে কারণ যাদেরকে উনারা মেরেছেন তারা বা তাদের ওয়ারিশেরা যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এমন শোনা যায় নি ।
বান্দার হক বান্দা ক্ষমা না করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না ।
বললে অনেক কিছু বলা যায় প্রমান করলে কিছুই নাই
তৈরী থাকুন প্রতিটা হত্যা বদলায় কত দিতে হবে জানি না তবে দেশে আওয়ামিলীগ নামক পরগাছা থাকবে না এটা পরিস্কার
আজকের জোয়ানি দেখে বউ ভাবছে জীবন ভোর আমার এই জোয়ানি থাকবে কিন্তু তাই কি থাকে
ওয়েট এন্ড সি
শেখ মুজিব মরার পরে যেমন আলিগ নিশ্চিহ্ন হয়েছিল আমরা কিন্তু তেমন না এটাও মনে রাইখেন
তাহলে এখন কে ক্ষমতায় ?
মুজাহিদ সাহেবের রায়ের ব্যাপারটি আপনাদের বেশ আপসেট করে দিয়েছে - বোঝাই যাচ্ছে
দেশের জনতা কালসাপ মরাতে লাঠি নিয়ে প্রস্তুত রয়েছে ওয়েট এন্ড সি
০ কাল সাপকে ৭২ রেই মেরে ফেলা উচিত ছিল , গরম গরম থাকা অবস্থায় ।
যা হোক ......
Better late than never
আলিগের অবস্থা তাই হয়েছে
যার কারনে বিএনপি জামায়াতের প্রতিনিধিদেরকে বহিষ্কার করেই চলেছে
কতক্ষন চলবে দেখবে জনতা
লক্ষনে অন্য কিছু মনে হচ্ছে
দোয়া করি, জাযাকাল্লাহ..
আপনার জন্য দোয়া থাকলো
মন্তব্য করতে লগইন করুন