হিটলিস্টে যুক্ত হচ্ছে নতুন নাম :-কে হবে পরবর্তী টার্গেট’ শিরোনামের হিটলিস্টটি পাওয়া গেছে। আনসার আল-ইসলাম হিটলিস্টটি প্রকাশ করে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ নভেম্বর, ২০১৫, ০৯:২৩:১০ রাত



আনসার আল ইসলাম, আল-কায়দা ভারতীয় উপমহাদেশের হিটলিস্টে ঝুলছে আরো ৩৪জনের নাম। যারা লেখক, কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিক কর্মী, চিকিৎসক, ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী। তাদের মধ্যে অনেকেই আবার প্রবাসীও।

ধারাবাহিকভাবে নামগুলো হচ্ছে- আবদুল গাফফার চৌধুরী- লন্ডন, জাফর ইকবাল- বাংলাদেশ, দাঊদ হায়দার জার্মানী, নির্মলেন্দু গুণ-বাংলাদেশ, মহাদেব সাহা- বাংলাদেশ, তসলিমা নাসরিন- আমেরিকা, শাহরিয়ার কবির- বাংলাদেশ, আবেদ খান- বাংলাদেশ, মুনতাসির মামুন- বাংলাদেশ, মফিদুল হক- বাংলাদেশ, মোহাম্মদ এ আরাফাত- বাংলাদেশ, মাহবুবুর রহমান জালাল- টেক্সাস, আমেরিকা, রামেন্দু মজুমদার- বাংলাদেশ, সৈয়দ আনোয়ার হোসেন- বাংলাদেশ, রায়হান রশিদ- লন্ডন, সৈয়দ হাসান ইমাম- বাংলাদেশ, তুরিন আফরোজ- বাংলাদেশ, অমি রহমান পিয়াল- বাংলাদেশ, খালেদুর রহমান শাকিল- বাংলাদেশ, আরিফ রহমান- লন্ডন, ইমরান এইচ সরকার- বাংলাদেশ, আরিফ জেবতিক- বাংলাদেশ, বাপ্পাদিত্য বসু- বাংলাদেশ, আসিফ মহিউদ্দিন- জার্মানী, অনন্য আজাদ- জার্মানী, কামাল পাশা চৌধুরী- বাংলাদেশ, লাকি আকতার- বাংলাদেশ, জনার্ধন দত্ত নান্টু- বাংলাদেশ, ইব্রাহিম খলিল সবাক- বাংলাদেশ, ডা. নাজমুল হাসান- বাংলাদেশ, আরিফুজ্জামান পৃথিল- বাংলাদেশ, কানিজ আকলিমা সুলতানা- বাংলাদেশ, এফএম শাহিন- বাংলাদেশ ও সাম্মি হক- বাংলাদেশ।

বিষয়: বিবিধ

২২৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349443
১১ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই লিষ্ট এর মধ্যে যারা এখনও দেশে আছেন এই লিষ্ট এর সাহাজ্যে তারা শ্রিঘ্রই পাশ্চাত্যে আশ্রয় এর সুযোগ পাবেন।
১১ নভেম্বর ২০১৫ রাত ১০:২৭
290020
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তারপরও আতংক তৈরী হোক
যাদের নাম আছে ওরা কয়েকজন ছাড়া সবাই পাশ্চাত্যেরই লোক
349445
১১ নভেম্বর ২০১৫ রাত ১০:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমার নাম লিস্টে নাই কারণ আমি অনেক আগেই ব্লগিং ছেড়ে দিছি :-)
১১ নভেম্বর ২০১৫ রাত ১০:২৬
290019
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সরাসরি আল্লাহ রাসুল নিয়ে ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে একটা ব্লগ দেন
সেটা আপনি দিতে পারবে না তাই আপনার নামটি দেওয়া যাবে না
349458
১২ নভেম্বর ২০১৫ সকাল ০৫:৩৩
শেখের পোলা লিখেছেন : ইউরোপ আমেরিকার ভিসা পেতে এ লিস্ট বড়ই উপকারি৷ সরকার চাইলে যারা এটা প্রকাশ করেছে তাদের ধরতে পারে বলে মনে করি৷ ধধন্যবাদ৷
349464
১২ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নো কমেন্টস্ ডর লাগে কখন কি হয়... অনেক ধন্যবাদ মুন্সী।
349527
১২ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৩
এলিট লিখেছেন : এসব হিটলিস্ট কারা বানায়, আর কোথায় পাওয়া যায়?
১২ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩১
290118
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কারা বানায় জানী না তবে শোশাল মিডিয়াতে পাওয়া যায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File