কোরআনের গল্প :-সূরা ফালাক ও নাসের এগারোটি আয়াতের তত্ত্ব

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ নভেম্বর, ২০১৫, ১০:৫৬:২৬ রাত



একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন অসুখে পড়লেন। একরাতে স্বপ্নে দেখলেন, দুজন ফেরেশতা এসেছেন। একজন বসেছেন তাঁর শিয়রে, আর একজন পায়ের কাছে।

দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো এভাবে- এঁর কী হয়েছে? ইনি অসুস্থ।

কি অসুখ?

যাদুগ্রস্ততা।

কে যাদু করেছে?

ইহুদি ‘লাবীদ ইবনে আসাম’।

কীভাবে?

চামড়ার ফিতায় যাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘুম ভেঙ্গে গেলে।

সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকজন সাহাবীকে কথিত কূপে পাথরচাপা দিয়ে রাখা যাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখাগেল, ফিতাটির মধ্যে একটি সূতা পেঁচানো রয়েছে।

সুতাটিতে রয়েছে এসারাটি গিঁট।

এ ঘটনার পেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা এগারো।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিঁট।

সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিঁট খুলে গেল। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সুস্থ হয়ে উঠলেন।

[সূত্র- তাফসীরে মাযহারী]

বিষয়: বিবিধ

২৭১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348710
০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:১১
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:১৯
289456
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আপনাকে মঙ্গল করুন
ধন্যবাদ
348717
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:২৩
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : যাযাক আল্লাহ খায়ের!
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:২৫
289465
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আপনাকে মঙ্গল করুন
348725
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:৪৮
শেখের পোলা লিখেছেন : পৃথিবীতে যাদুটোনা আছে আর তাতে মানুষ অসুস্থও হতে পারে এবং কোরআনের মাধ্যমে শেফা হয় তা আল্লাহ তায়ালা তার রসুলের মাধ্যমে দেখিয়ে দিলেন৷
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:৫৭
289469
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহু আকবার
আপনাকে অনেক ধন্যবাদ
348733
০৭ নভেম্বর ২০১৫ রাত ০১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:০০
289480
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
348758
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২০
289487
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদGood Luck
348777
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
289523
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
348828
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৭ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
289550
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File