দীপনের বাবাকে মোবাইলে হত্যার হুমকি ! কারন উনি বলেছিলেন আমি সন্তান হত্যার কোনো বিচার চাই না। তাইলে মোবাইল স্ট্রাইকিং কি এই হুমকি কারীকে সনাক্ত করতে পারছে না !!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ নভেম্বর, ২০১৫, ০৬:৫৭:৩৫ সন্ধ্যা



জাগৃতি প্রকাশনীর সত্বাধিকারী দুর্বৃত্তদের হাতে নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ১০টার দিকে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।

মোবাইলে হুমকির কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে অপরাগতা জানিয়েছেন আবুল কাশেম ফজলুল হক।

তবে তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেন, ৭১ সালে আমি এরকমই নিরাপত্তাহীন বোধ করেছিলাম। আর আজ নিরাপত্তাহীন বোধ করছি।’

তিনি বলেন, ‘এ দেশে কেউ বাসা বা কর্মস্থল কোনো স্থানেই নিরাপদ নন। আমিও নিরাপদ নই। নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডিও করবো না।’

দীপন হত্যার মামলার তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি পুলিশের উপর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তারা আন্তরিকভাবে কাজ করেছে। তবে তদন্তের অগ্রগতির ব্যাপারে তারা আমাকে কিছু জানায়নি।’

শুভবুদ্ধির উদয় হওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ শিক্ষক বলেন, ‘যারা খুন করেছে তাদের উদ্দেশে আমি এ কথা বলিনি। আমি রাষ্ট্রের কর্তাব্যক্তিদের উদ্দেশে এ কথা বলেছি।’

৭২ সালের পর কোনো সরকারই দেশের গুণী ব্যক্তিদের নিরাপত্তা দিতে পারেনি। এখনো পারছে না- জানিয়ে আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমরা গভীর সঙ্কটে আছি। এ সঙ্কট দিন দিন বেড়ে চলেছে। সঙ্কট উত্তরণের জন্য আমি ২৮ দফা বক্তব্য গত বারো বছর ধরে প্রচার করে আসছি। দেশের সুশীল সমাজ ও সরকার যদি এ দফাগুলোকে বিবেচনায় নেয় তাহলে সঙ্কট উত্তরণ সম্ভব। তবে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব না। এজন্য কাজ শুরু করা উচিত এখনই।’

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348466
০৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:০০
শেখের পোলা লিখেছেন : একেই বলে বাড়াভাতে ছাই দেওয়া৷ভদ্রলোক ককেমন অবুঝের মত কাজটা করলেন? উনি বিচার চাইলে অন্তত জনা পঞ্চাশেক বিরোধী মতকে জেলে পুরে পঙ্গু করার সুডযোগটা হাত ছাড়া হতনা৷এ জন্য হয়ত আবার ভিকটিম খুঁজতে হবে৷
০৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৪
289254
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
348484
০৪ নভেম্বর ২০১৫ রাত ১০:৪০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সরকার তার পাতা ফাঁদেই পা দেবে বুমেরাং হবে তাদেরই কৌশল....,দেখেন আল্লাহ কৈর খেলা কেমনে খেলে... ধন্যবাদ নিয়া ভাই।
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:৪৯
289264
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ আমরা দেখব
348500
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরকার নিজের ফঁদেই নিজে পড়ে যাচ্ছে!!
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:৪৮
289263
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হয়তো এমনই মনে হচ্ছে তাহা হলে পাপের শোয়াসের পুর্নতার দিকে ধাবিত হবে
আপনাকে অনেক ধন্যবাদ
348534
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : উনি এখন লাইনে আসবেন । বিএনপি জামায়াতের লোকদের নামেই মামলা করবেন ।
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:০১
289296
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কারোর বাপ মারা গেছে এটা দেখে দাত কেলিয়ে হাসলে হবে না কালযে আপনি বা আপনার বাপ মারা যাবে না তা কি করে বুঝলেন !
আশা করি ...........সব কিছু মাটিতে বিলিন হবে এবং স্থায়ীভাবে হবে জীবনের তরে আওয়ামিলীগ নামক জারয সন্তানের জন্ম এই দেশে হবে না wait and see
০৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
289337
হতভাগা লিখেছেন : আপনাকেই তো খুজছে বিএনপি-জামাত । চলে আসেন একবারে
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
289346
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিএনপি জামায়াত আমাকে খুজবে না কারন আমি তো ওদের সাথেই আছি আপনাদের মতো পেইড এজেন্টদের ঠেংগানী দিতে আমাদের মতো বিশাল বাহীনি প্রস্তুত আছে
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৫
289355
হতভাগা লিখেছেন : গ্রন্হ গত বিদ্যা আর পর হস্তে ধন

নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন


বাইরে থেকে কিছুই করতে পারবেন না , আপনাদের মাজাভাঙ্গা নেতাও পারছে না
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৬
289365
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বন্দুকের জোর কিন্তু বেশিক্ষন থাকে না কারন যেই বন্দুকটা এখন পাবলিকের দিকে আছে সেই বন্দুকটা যে আপনাকের দিকে ঘুরবে না সেটার কোন প্রমান নাই
wait and see inshallah
348542
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ওনি একজন জ্ঞানি ব্যক্তি, তাই এক বাক্যেই সকল অভিযোগ বলে ফেলেছেন এখন অন্যদের দেখা দরকার তাদের কি অভিযোগ।
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:০১
289298
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি তাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File