মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে অরাজকতা থামবেনা : বললেন সুরঞ্জিত, ফেরাউন এবং হামানের পথেই হাটার শুরু করেছে লেংড়া সরকারের চাটুকাররা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ নভেম্বর, ২০১৫, ০৯:০৯:৫৭ রাত
একের পর এক ধর্মবিরোধী মন্তব্য করে এপর্যন্ত বেশ সমালোচিত হয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত। এবার ঢাকায় ব্লগার ও প্রকাশক খুনের ঘটনায় আবারো ধর্ম অবমাননাকর মন্তব্য করলেন সুরঞ্জিত। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি বললেন, “জামাত শিবিররাই এসব খুন খারাবি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই সর্বপ্রথম দেশের সব মসজিদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত দেশে ধার্মিকতা থাকবে, ততদিন পর্যন্ত অরাজকতা থামানো যাবেনা।”
সুরঞ্জিতের এই কথাটির বিরুদ্ধে আওয়ামীলীগের অন্যান্য মন্ত্রীরাও ঘৃণাপ্রকাশ করেছেন। অনেকেই বলছেন, “পাগলের মন্তব্য শুনে কি লাভ। ও তো একটা পাগল।” এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের এরকম মন্তব্যের বিপরীতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে অরাজকতা থামবেনা : বললেন সুরঞ্জিত
newspaper1971.com
মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে দেশে অরাজকতা থামবে না : সুরঞ্জিত সেন গুপ্ত | Prothom Bangladesh
prothombangladesh.net
মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে অরাজকতা থামবেনা : বললেন সুরঞ্জিত
pcnews24.com
বিষয়: বিবিধ
২৯৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশের রাজনীতিতে ভারত তোষন আগে ছিল , এখন হিন্দু তোষন নীতি শুরু হয়ে গেছে ।
<১০% হিন্দুদের ভোট না পেলে কিছুই যাবে আসবে না নিরন্কুশ ক্ষমতায় যেতে । কিন্তু ভারতের নেক নজর পাবার জন্য হিন্দুদের মন জয় করতে হবে , তাদেরকে তোষন করতে হবে ।
এসব কারণে এখন হিন্দুরাও আগের চেয়ে বেয়াড়া হয়ে গেছে - মুসলমানদেরকে ধর্মীয় সবক দিচ্ছে ।
এমন অনেক কিছু করেছে কিন্তু আমাদের ধাতব্যের ৯০% কিন্তু মুসলমান না , আওয়ামিলীগাররা কিন্তু গননার বাইরে , বাম আলারাও গননার বাইরে সেই হিসেবে ওদের অংকটাও কিন্তু একেবারে কম না
আপনাকে অনেক ধন্যবাদ
ইনশাআল্লাহ এই বন্দুকের ট্রিগারও একসময় কাজ করবে না যখন জনবিষ্ফরন হবে
ধন্যবাদ
তখন ওরা মাতাল বা মস্তিক্য খারাপ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন