সবচেয়ে প্রাচীন আদিবাসী গোষ্ঠী কারা ! ! গবেষকদের তথ্য উপাত্তের ভিত্তিতে ব্রাজিলের ‘আয়োরো’ আদিবাসী পৃথিবীর সবচেয়ে প্রাচীন আদিবাসী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ অক্টোবর, ২০১৫, ১১:০৩:৫৬ রাত
পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে প্রাচীন আদিবাসী গোষ্ঠী কোনটি। এই প্রশ্নের উত্তর আসলে চটজলদি যেমন দেয়া সম্ভব নয়, তেমনি সঠিকভাবে বলাও সম্ভব নয় যে যাদের আমরা আদিবাসী বলে সম্বোধন করছি তারা আদৌ আদিবাসী কিনা। তবে গবেষকদের গবেষণা এবং তথ্য উপাত্তের ভিত্তিতে ব্রাজিলের ‘আয়োরো’ আদিবাসী গোষ্ঠীকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন আদিবাসী গোষ্ঠী।
১৯৬৫ সালের দিকে সর্বপ্রথম এই আদিবাসী গোষ্ঠী সম্পর্কে পৃথিবীর মানুষ জানতে পারে। তৎকালীন সময়ে ব্রিটিশ নৃতাত্ত্বিকরা বেশ কয়েকবার আমাজানের গহীন বনে আয়োরো আদিবাসী গোষ্ঠীর উপর গবেষণা করার জন্য যান। কিন্তু বিভিন্ন কারণে সেই অভিযান ব্যর্থ হয় ব্রিটিশদের। কিন্তু সেসময় ব্রিটিশ আনুগত্য পাওয়া ব্রাজিলের শাসক গোষ্ঠী ১৯৬৯ সালে আমাজানের গহীন জঙ্গলে আয়োরো আদিবাসী গোষ্ঠীর উপর কয়েক দফায় হামলা চালায়। সেই হামলায় গোষ্ঠীটির কয়েকটি উপদল জঙ্গল ছেড়ে জনারণ্যে চলে আসে। কিন্তু কয়েকটি উপদল তখনও আমাজানে রয়ে যায়, তবে তারা আরও গহীন বনের ভেতর ঢুকে যায়।
আয়োরো গোষ্ঠী মূলত পশুপালক গোষ্ঠী। কৃষি কাজের সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় আমাজানের গহীনে সহজেই বাস করতে পারে তারা। এক একটি আয়োরো পরিবারের নিয়ন্ত্রনে থাকে কমপক্ষে শতাধিক শূকর। নিজের বসবাসের জন্য কাঠ দ্বারা নির্মিত ঘরের পাশেই থাকে শূকরের খোয়ার। এই গোষ্ঠীর সমাজে যখন কেউ প্রাপ্তবয়স্ক হয় তখন তাকে নিজ চেষ্টায় ঘর তৈরি করতে হয়। ঘর তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারলেই আগামী বর্ষায় তাকে বিয়ে দেয়া হয়। আর বর্ষার শুরু আগে প্রথম যেদিন পাখি ডাকে সেদিন শুরু হয় আয়োরো আদিবাসী গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ‘আছোঞ্জা’। পুরো একমাস ব্যাপী এই উৎসব চলে। গোষ্ঠীর প্রতিটি সদস্য ওই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন নিয়ম কানুন পালন করে এবং দেবতার উদ্দেশ্যে যার যার ভালো শূকরটিকে বলি দেয়া হয়।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন