নাস্তিক কাকে বলে? নাস্তিকতা বা এথিজম হল স্রষ্টার অস্তিত্বহীনতা তথা একথার বিশ্বাস করা যে, স্রষ্টা বলতে কিছু নেই।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ অক্টোবর, ২০১৫, ১০:১৫:৫৯ রাত



নাস্তিকতা বা এথিজম হল স্রষ্টার অস্তিত্বহীনতা তথা একথার বিশ্বাস করা যে, স্রষ্টা বলতে কিছু নেই। আসমান,জমিন, গ্রহ-তারা সবই এমনিতেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এগুলোর কোন স্রষ্টা নেই। এক কথায় স্রষ্টার অস্তিত্বহীনতার বিশ্বাসের নাম নাস্তিক্যতা।

নাস্তিকতার অর্থ বুঝলে আমাদের অনেক বিষয় বুঝে আসবে। যেমন-

(১) নাস্তিক মানেই কাফের। কারণ কাফের হওয়ার জন্য দ্বীনে ইসলামের যে কোন একটি আবশ্যকীয় বিষয় অস্বিকার করলেই হয়।আর সেখানে নাস্তিক সেতো কোন কিছুই মানে না, তাই সে যে কাফের এটা বলার অপেক্ষা রাখে না।

(২) নাস্তিক মুরতাদ ও হতে পারে। কারণ কোন ব্যক্তি যদি মুসলমান ছিল প্রথমে, তারপর (আল্লাহ না করুন) স্রষ্টার অস্তিত্বহীনতায় বিশ্বাসী হয়ে যায়, তাহলে লোকটি নাস্তিক ও হল,সাথে সাথে মুরতাদও হল।সেই সাথে কাফেরতো হলোই।

(৩) কাফের ও মুরতাদ হওয়ার জন্য নাস্তিক হওয়া জরূরী নয়। বরং নাস্তিক না হয়েও কাফের বা মুরতাদ হতে পারে। কিন্তু নাস্তিক হলেই কাফের হয়ে যায়।যদি মুসলমানিত্ব থেকে নাস্তিকতার দিকে গেলে সাথে মুরতাদও হয়ে যায়।

এ বিষয়টি আরো ভাল করে বুঝতে হবে।কাফের হলেই তাকে নাস্তিক

হতে হবে এমন শর্ত নয়। কারণ কাফের হল ইসলামের জরূরী বিষয়ের কোন একটি অস্বিকার করা।নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শান মান অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে।আর নাস্তিক মানে হল স্রষ্টা অস্বিকার করা।তাহলে কোন ব্যক্তি ইসলামের জরূরী কোন বিষয়ের অস্বিকার করে যদি স্রষ্টা আছে মানে,তাহলে উক্ত ব্যক্তি কাফের, কিন্তু নাস্তিক নয়। এ হিসেবে খৃষ্টান নাস্তিক নয়। নয় ইহুদীরাও।নয় হিন্দুরাও। কারণ তারা সবাই একজন স্রষ্টা আছেন মর্মে বিশ্বাস করে। কিন্তু তারা সবাই কাফের। কারণ তারা ইসলামের জরূরী বিষয় অস্বীকার করেছে।

কোন মুসলমানকে বিনা প্রমাণে কাফের বলা জায়েজ নয়।যদি তাঁর বিষয়ে ১০০% নিশ্চিত হয়ে থাকেন যে,সে কুফরী করেছে তাহলে তাকে কাফের বলা নিরাপদ। কোন ব্যক্তি ইসলামের জরূরী বিষয়কে মান্য করে, কিন্তু গোনাহগার। তাহলে উক্ত গোনাহের কারণে লোকটিকে কাফের বলা জায়েজ নয়। হারাম।

এখন হজ্ব নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী স্ববিরোধী বক্তব্য কুফরী করাতে তাকে কী কাফের বলা যাবে? হ্যা যাবে, ইসলামের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ হজ্ব নিয়ে কোরআন-সুন্নাহ বিরোধী প্রকাশ্য কুফরী করেছে। তাকে কাফের বলা যাবে।

বিষয়: বিবিধ

৩৩৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345856
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত নাস্তিক রা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু ইসলাম বিরোধি।
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৫
286992
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন
আপনাকে অনেক ধন্যবাদ
345858
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জাযাকাল্লাহ , চালিয়ে যান
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৬
286993
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
345860
১৬ অক্টোবর ২০১৫ রাত ০২:৫৫
শেখের পোলা লিখেছেন : এরা ইসলাম বিদ্বেষী আর কিছু হোক বা নাহোক৷ আল্লাহর উপর এদের ছেড়ে দেওয়াই ভাল৷ সংশোধন হতেও পারে৷ দেশীও আইনে শাস্তি থাকলে সরকার দিতে পারে৷ পাবলিক নয়৷
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৬
287023
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
345869
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫৯
হতভাগা লিখেছেন :
না দেখে আল্লাহকে বিশ্বাস করা , আল্লাহর হুকুম মানা ইসলাম তথা মুসলমানদের মূল ভিত্তি । এটা ওরা মানে না । আল্লাহ এদের জন্য শাস্তি নির্ধারণ করেই রেখেছেন। এরা বিপথে নিতে পারবে তাদেরকেই যারা আগে থেকেই বিপথের দিকে চালিত হয়েছে ।
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৭
287024
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : 100% correct
Thanks
345891
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৮
দ্য স্লেভ লিখেছেন : আমাদের দেশী এতিষ্ঠরা ছাগলের ৩ নং অথবা ৪ নং বাচ্চার মত। এরা দুধের আশায় কান্নাকাটি করে কিন্তু দুধ মিলেনা। এদের কনসেপ্টের উপর এদের তেমন একটা আস্থা আছে বলে মনে হয়নি। মনে হয়েছে কাওকে নিজের অবস্থান দেখীয়ে খুমী করতে চাইছে। আমেরিকান এথিষ্টরা খ্রিষ্টবাদ নিয়ে বেশ মার্জিতভাবে সমালোচনা করে। তবে তারা অযথা এটা প্রকাম করেনা যে তারা ধর্মের বিরুদ্ধে। কিন্তু দেশী চাড়ালগুলো ইসলামের বিরুদ্ধে নগ্নভাবে লাগে,কারন স্পষ্ট। এতে রুটির বন্দোবস্ত যেন হয়ে যায়......মজার ব্যাপার হল,এরা হিন্দুইজম,খ্রিষ্টইজম,জায়নিজম,ইত্যাদী সম্পর্কে কথা বলেনা।
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩২
287027
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দরভাবে মন্তব্য উপস্থাপন করেছেন , আমাদের দেশের নাম ধারী মুসলিমরা তাদের প্রভুদেরকে খুশি করার জন্য হাবিজাবি লিখে হৈচৈ ফেলেদেয় তারপর আপনা আপনি পশ্চিমারা তাকে নিয়ে নাচানাচি শুরু করে দেয়
যেমনটি করেছিল তাছিলিমা নাছরিনকে নিয়ে , তাছলিমা নাছরিনের উপন্যাসের ভাষা যত উচুমানের তারথেকে আমাদের সাধারন লেখক যারা বই মেলায় বই লিখে পাঠককে পড়তে দেয় তাদের ভাষাশৈলী তাছলিমা নাছরিন থেকে আরো উচুমানের
তাছলিমা ইসলামের কঠোর সমালোচনা করেছে বস এটাই তার প্লাচপয়েন্ট
আপনাকে অনেক ধন্যবাদ
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৮
287068
হতভাগা লিখেছেন : ঠিকই বলেছেন । এদের লেখার উদ্দেশ্য হল মুসলিমদের কাছ থেকে কোনভাবে একটা থ্রেট খেতে পারলে পশ্চিমাদের কাছে এসাইলাম হিসেবে নিজেকে প্রেজেন্ট করা সহজ হবে । সেখানে গিয়ে পায়ের উপর পা তুলে মজাছে বেশ কয়েক বছর কাটানো যাবে ।

তবে এরপর পশ্চিমারাই লাথি মেরে বের করে দেবে । ঘুরে ফিরে সেই পশ্চিমবঙ্গই ।
১৬ অক্টোবর ২০১৫ রাত ১০:০৮
287071
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর প্রতিমন্তব্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File