হত্যাচেষ্টায় শিবিরকর্মীকে গ্রেপ্তার নিয়ে যাজকের ভিন্ন সুর :-‘যাকে আটক করা হয়েছে, তার নাম আমি বলিনি এবং তাকে চিনিও না। যারা আমাকে হত্যা করতে এসেছিল, তাদের আমি দেখলে চিনব।’
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ অক্টোবর, ২০১৫, ০৮:৩৬:৫৭ রাত
পাবনায় খ্রিস্টান ধর্মযাজক লুক সরকারকে হত্যার চেষ্টার পর এক শিবিরকর্মীকে গ্রেপ্তার নিয়ে পুলিশের বিরুদ্ধে ধাপ্পাবাজির অভিযোগ পাওয়া গেছে।
লুক সরকার বলেছেন, ‘যাকে আটক করা হয়েছে, তার নাম আমি বলিনি এবং তাকে চিনিও না। যারা আমাকে হত্যা করতে এসেছিল, তাদের আমি দেখলে চিনব।’
তিনি জানান, ‘এ বিষয় নিয়ে পুলিশ আমাকে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে নিষেধ করেছে।’
বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে:
গত ৫ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীর ভাড়া বাসায় লুক সরকারকে জবাই করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি নিজের সাহসিকতা এবং পরিবারের সদস্যদের সহায়তায় প্রাণে বেঁচে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নেয়ার পর বাড়িতেই অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কথা বলে এর আগেও দুর্বৃত্তরা তার বাসায় একবার এসেছিল। তিনি তাদের জানিয়েছেন, ‘ধর্মান্তরিত করা আমার কাজ নয়, আমি শুধু যিশুর বাণী প্রচার করি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ডয়চে ভেলেকে বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টা। দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করেছে। হত্যাই ছিল উদ্দেশ্য। ধর্মবিশ্বাস ছাড়া আর কোনো মোটিভ আমরা এখনো খুঁজে পাইনি।’
পুলিশ এরই মধ্যে এই ঘটনায় ওবায়দুল ইসলাম নামে এক ‘শিবিরকর্মীকে’ আটক করেছে।
ওসি দাবি করেন, ‘ওবায়দুল শিবিরের একজন কর্মী। পাবনার আশুলিয়া ও ঈশ্বরদী থানায় নাশকতার একাধিক মামলার পলাতক আসামি সে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তবে লুক সরকার জানান, ‘যাকে আটক করা হয়েছে, তার নাম আমি বলিনি এবং তাকে চিনিও না। যারা আমাকে হত্যা করতে এসেছিল, তাদের আমি দেখলে চিনব।’
তিনি জানান, ‘এ বিষয় নিয়ে পুলিশ আমাকে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে নিষেধ করেছে। আর যদি কথা বলতেই হয়, তাহলে পুলিশের সামনে বলতে হবে।’
এই যাজক বলেন, ‘আমাকে ঘটনার পর পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। তবে আমার এখন খুব খারাপ লাগছে এই ভেবে যে, আমি কী এমন অপরাধ করেছি, যে আমাকে হত্যা করতে হবে। আমার জানা মতে আমার কোনো শত্রু ছিল না। কেন তারা আমার শত্রু হলেন?’
জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক লুক সরকার বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে৷ আমি মামলাও করতে চাইনি। তবে দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। তাই পুলিশের অনুরোধে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছি।’
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
দেখি সেটা কত দিন পারে
তাই গরুর সাথে গরুর পোকাও কিন্তু শেষ হবে
মন্তব্য করতে লগইন করুন