‘হোশি কমিও জাপানি নাগরিক নয় বাংলাদেশি’ তিনি একজন আলুর ব্যবসায়ী পাগলটা কি বংশগত , না বাকশালের নমুনা !! বুঝবার পারতাছিনা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ অক্টোবর, ২০১৫, ০১:৪৯:৫০ দুপুর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কমিও’র কথা উল্লেখ করে বলেন, হোশি কমিও জাপানি নাগরিক নয় তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন।
এইচটি ইমাম বলেন, হোশি কমিও’র সম্পর্ক আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি।
তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।
আওয়ামী লীগের সভাপতিম-লীয় সদস্য শেখ সেলিম বলেন, এটা একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সন্তুষ্ট নয়, তারাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চিন্তা করে।
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে এলিয়েনরা তো বাস্তব জগতের কিছুই না কাল্পনিক জগতের , তাই মনে হচ্ছে এই ভুয়া ব্যাটাও তেমন
আপনাকে অনেক ধন্যবাদ
শেখ মুজিবের প্রিয় ছিলেন।
খন্দকার মোশতাকের প্রিয় ছিলেন।
জিয়ার প্রিয় ছিলেন।
সেই প্রিয় থেকে শুরু করে করে আজ পর্যন্ত সকল ক্ষমতাশীল মাহলের প্রিয়ই হয়ে রইলেন! এটা তাঁর অন্যতম বৃহৎ গুন। আর ১৮ কোটি মানুষের অপ্রিয় হলে তাঁর কিছুই আসে যায়না। অনেক ধন্যবাদ
মিথ্যাবাদিরা তো বলবেই
মন্তব্য করতে লগইন করুন