শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মসূচি ফখরুলদের জানা না থাকলে পড়ে নিতে অনুরোধ করছি অন্যথায় জামায়াত বা শিবির নিয়ে বাড়াবাড়ী না করাই ওর জন্য মঙ্গল হবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৫, ১০:১৬:৩৮ রাত



শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য:-

আল্লাহ প্রদত্ত ও রাসুল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন|

কর্মসূচি:-

দাওয়াত:

তরুন ছাত্র সমাজের কাছে ইসলামের আহবান পৌছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দ্বায়িত্বানুভুতি জাগ্রত করা|



সংগঠন:

যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা|

প্রশিক্ষন:

এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহিয়াতের সমস্ত চ্যালেজ্ঞের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমান করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরি ব্যবস্থা করা|

ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা-

আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবীতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান|

ইসলামী সমাজ বিনির্মান:

অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মানে সর্বাত্নক প্রচেষ্টা চালানো|

পাগলামী ছুড়ুন ফখরুল মিয়া , অয়থা রেয়ারেষি করে অনন্তত এই ব্লগে ঠিকতে পারবে না

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344441
০৪ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৭
রক্তলাল লিখেছেন : ফখরুলের মত একটা বেকার উন্মাদ কি বলল কি না বলল তাতে কার কি আসে যায়?
০৪ অক্টোবর ২০১৫ রাত ১১:৪২
285747
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নিজেকে বুদ্ধিমান রামছাগল মনে করে
আসলে সে নিজেকে যেটাই ভাবুক আমাদের একজন কর্মির মুকাবেলা করার মতো যুক্তিও তার ভিতর নাই ইনশাআল্লাহ
344462
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৫
আকবার১ লিখেছেন : ফকরুল কে ব্যান করা আমাদের ঈমানী কর্তব্য। ফকরুল কাফেরদের মত আচারন করতেছে। মডুদের অনুরোধ করবো। তাকে
ব্যান করা হোক।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১২
285831
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে সম্পুর্ন একমত
আপনাকে অনেক ধন্যবাদ
344464
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৩
স্বপন১ লিখেছেন : যে সাপ বালির নিচে মাথা লুকিয়ে ছোবলের অপেক্ষা করে তার মত ভংকর আর কিছু নেই। মুখে ইসলাম আর কাজ কর্মে ভন্ড এই ফকরুল দেশে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত। এদের থেকে সবাইকে সচেতন হবার প্রয়োজন। সামাজিক ভাবে ঘৃণ্য এই ফকরুলেষ মুখোশ খুলে দিন। দেশকে ফকরুলের ছোবল থেকে রক্ষা করুন।
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫১
285806
রক্তলাল লিখেছেন : ফখরুল কিছুই করছেনা! - শুধু পাগলামি ছাড়া।
ফখরুল পাগলারে নিয়ে আমি মিটেও চিন্তিত না। হাস্যরসের খোরাক মাত্র।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৩
285832
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই জাতীয় লোক আওয়ামি হায়েনার দল থেকেও জঘন্য এবং নিকৃষ্ট
আপনার সােথে সম্পুর্ন একমত
আপনাকে অনেক ধন্যবাদ
344488
০৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমাদের ব্যার্থতা হল আমরা যুক্তি প্রমান দিয়ে লিখতে পারিনা । আমাদের জ্ঞানের ভান্ডার সিমিত । ফখরুল, অপিবাইদান এদের লেখাতে ক্লিক করা কমেন্ট করা এসব কেন ? না করলেই তো হয় । ওদের লেখাতে হিট তো আমরাই বাড়াই......... আপনারা ক্লিক কমেন্ট বাদ দেন দেখবেন আর লিখবেনা । পাঠক ই যদি না থাকে লিখবে কার জন্য ? ওদের জ্ঞানের পরিধি তো মনগড়া খোঁচা দিয়ে লিখলো আর আপনারাও ঝাপিয়ে ক্লিক/কমেন্ট.........।
০৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫২
285825
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওকে তো বহুত আগেই ব্লগ করেছি
কথা হলো যেই ভাবে ছাত্রশিবির বা জামায়াত বা ছাত্রিসংস্থা নিয়ে অহেতুক মিথ্যা মনগড়া কথা বলে তাতে কি ঠিক থাকা যায় ?
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:২৫
286456
স্বপন১ লিখেছেন : @ব্লগার শঙ্খচিল,একমত
344505
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাগলকে না খোচাইলেই চলে!
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৫
285833
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খোচানোর দরকার নাই
আপনি ব্লগে প্রতিনিয়ত আছেন
দেখবেন কয়েকদিন একেবারে গায়েব থাকে তারপর হটাত করে ব্লগে এসেই ছাত্রীসংস্থা অথবা শিবির অথবা জামায়াতকে নিয়ে জঘন্যতম মিথ্যার ফুলঝুড়ি হাজির করে
344571
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫১
শেখের পোলা লিখেছেন : ফখরুল তো শিবির থেকে বহিস্কৃত হয়েছে৷ তবেইনা তার এত জ্বালা৷ ওদের ব্লক করুন৷ লেখা এড়িয়ে চলুন৷
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৭
285898
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জানিনা
হয়তো বা
344703
০৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ইসলাম পন্থি ভাইদের বলছি আপনারা এমন কোন লেখায় ক্লিক এবং কমেন্ট করা বন্ধ করুন যে সব লেখায় ইসলাম আল্লাহ রাসুল কে নিয়ে ব্যঙ্গ করে লিখে । এই দুইটা কাজ ছেড়ে দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে । সে লেখার শিরোনাম যত আমাদের বিরুদ্ধেই থাকুক না কেন
০৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৩
286006
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ ভাই
এমন কাজ তো অনেক আগেই বন্ধ করে তাদেরকে ব্লগ করে দিয়েছি
আমাদের সকল ভাই যদি সচেতন হন তবে গুটি কয়েক লোক যতই ঘেউ ঘেউ করুক তাতে তেমন কিছু আসবে যাবে না
344704
০৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৪১
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমি তো দেখেছি বাংলাদেশের অনেক নাস্তিকদের ফ্যান পেজে ইসলাম পন্থিদের লাইকে ভরা । তারা সেখানে কমেন্ট করে । সত্য বলতে কি আপনারা জনেন কিনা অনলাইনের সিস্টেমটা ই হল যত ক্লিক তত.............। সো..। ক্লিক কমেন্ট বন্ধ করেদিন
০৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৪
286007
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File