*জেনে নিন প্রাণভিক্ষা চাওয়ার ইতিহাসঃ* মজলুমকে প্রস্তাব দিয়েছিল জালিমশাহীরা কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছিল আজও !!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২৩:১৯ বিকাল
১.ফেরাউন মুসা (আঃ) কে বলেছিল আমাকে খোদা মেনে নাও তোমাকে মুক্ত করে
দেব।
২.নমরুদ বলেছিল ইবরাহিম (আঃ) কে তোমার পথ ত্যাগ করে আমাদের পথে চলে আসো তোমাকে সব দেব।
৩.মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে আবু জেহেল গং বলেছিল তোমার
এক আল্লাহর ইবাদত ও তার দ্বীন প্রচার ছেড়ে লাত মানাতের পুজা কর! তোমাকে আরবের সাম্রাজ্য দেব।
৪.অনেক সাহাবীকে লোভ দেখানো হয়েছে মুহাম্মাদের (সা পথ ত্যাগ করে আসলে সুন্দরী রমণী ও ধন- দৌলত দেব।
৫.ইমাম আবু হানিফা (রহ.) কে ক্ষমতার লোভ দেখানো হয়েছে বিনিময়ে খলিফার কথামত চলতে হবে। ইতিহাসের কোনো ইসলামপন্থী জালিমদের কাছে
প্রাণভিক্ষা চাননি বরং অত্যাচার, নির্যাতন, জেল, ফাঁসি ইত্যাদি মেনে নিয়েছেন। তবুও সত্য ত্যাগ করেননি। এই যদি হয় ইসলামের বিশাল
ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ তাহলে বর্তমানে আমাদের মত পাপী বান্দাহদের
মধ্যে যারা আল্লাহর দ্বীন (ইসলাম) কায়েমের জন্য বাতিলের (বা মিথ্যা
শক্তির) মোকাবিলায় সামনে এগিয়ে যায়, তাদেরকে আদর্শিক দিক থেকে পরাজিত করতে না পেরে ভিন্ন পথ অবলম্বন করবে এটাই স্বাভাবিক। যেমন- হত্যা, গুম, মিথ্যা অপবাদ, অপপ্রচার, জেল, জুলুম, ফাঁসির ভয় দেখিয়ে সত্যের পথ থেকে বিচ্যুতি করার ব্যার্থ চেষ্টা করা।
ব্যার্থ চেষ্টা বললাম কারণ, ইসলামের আলোয় আলোকিত ঈমানদীপ্ত মর্দে মুজাহিদ কখনো ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পরকালে জীবনের আল্লাহর
সাক্ষাত লাভ করাকে ছোট করে দেখবেনা, বরং সে জীবনের বিনিময়ে হলেও
আল্লাহর দ্বীনের পতাকাকে উঁচু করে শাহাদাতের অমীয় সুধা পান করতে প্রস্তুত। জীবন মৃত্যুর মালিক তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন।
জীবন ভিক্ষা চাইতে হলে ঈমানদার তাঁর কাছেই চাবে। কোন ফেরাউন, নমরুদ, বা আবু জেহেলের অনুসারীদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার যুক্তি বা সুযোগ কোনোটাই নেই।
অতএব, আজ যারা ইসলামী আন্দোলনের কর্মী, দায়ী (আহ্বানকারী) তারা কিছুতেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবেন না।
বরং তারা খুশি হবেন এজন্য যে তাদের শহীদ হবার দোয়া কবুল হতে যাচ্ছে। প্রত্যেক ইসলামী আন্দোলনের কর্মীর অন্যতম দোয়া,
"আল্লাহ আমাকে তোমার দ্বীনের জন্য কবুল কর; শহীদী মৃত্যু দান কর —
সংগ্রহিত নিষ্পাপ কয়েদী নামক ফেচবুক আইডি থেকে
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কাদের মোল্লা নাকি প্রাণভিক্ষা চেয়েছিলেন।
নতুন আজগুবি কথা আবিস্কার করলেন কোথা থেকে !! যতসব
মিথ্যা কথা৷
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন