দুনিয়ার কিছু আজব চাকরি , না পড়লে মিস করবেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১২:০১ বিকাল

প্রফেশনাল পুশা



ট্রেনে-বাসে চলতে গেলে এই কথাটি প্রায়ই কানে আসে ‘দাদা ধাক্কা দেবেন না’। কিন্তু আপনি কি জানেন, এই ধাক্কা দেওয়ার কাজটি কারও কারও পেশা হতে পারে। জাপান ও নিই ইয়র্ক সিটিতে রেলস্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতর লোক ঢুকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্টটাইম চাকরি ছিল। এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে অনেকেই বেছে নিচ্ছে।

প্রেমিকের চাকরি

আপনার কি কোনও প্রেমিক আছে? না থাকলে নো চিন্তা বস! অনায়াসে ভাড়া করতে পারেন প্রেমিক। আজকাল ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের দেখা মেলে। ছবি, নাম সহ কার ভাড়া কত সব তথ্য থাকবে হাজির। তবে এটি কোনও বেআইনি কাজ না। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেওয়া হয়ে থাকে এবং এটি সেসব দেশে আইনসম্মত।

লাইনে দাঁড়ানোর চাকরি



লাইনে দাঁড়িয়ে থাকতে কার ভাল লাগে। মাঝে মাঝেই মনে একটা যদি লোক পাওয়া যেত দাঁড়ানোর জন্য! হ্যাঁ, তেমন লোকও আছে। জাপানে এই প্রফেশনের চাহিদা খুব৷ কিছু মানুষ আপনার হয়ে লম্বা লাইনে দাঁড়িয় থাকবেন ঘণ্টার পর ঘণ্টা৷ তার পরিবর্তে আপনাকে শুধু টাকা দিতে হবে তাদের৷

ঘুমানোর চাকরি

শুনতে অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে৷ ঘুমিয়ে ঘুমিয়েই টাকা রোজকার করা সম্ভব৷ বৈজ্ঞানিকরা যখন কোনও ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনও বিষয় নিয়ে গবেষণা করেন তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই ওষুধ বা গবেষণায় কাজে লাগানো হয়৷ ঘুমের পরিবর্তেই তাঁরা পাচ্ছেন টাকা৷

বিয়ের অতিথি হওয়ার চাকরি

বিয়েতে অতিথির ঠেলায় জেরবার হয়ে যাও আমরা। এমনও দেশ আছে যেখানে অতিথি কম পড়ে। বিয়েতে অতিথি ভাড়া করা হয়৷ এমন চাকরিও আছে দুনিয়ায়৷ জাপানে এই কাজের প্রচলন রয়েছে৷ বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা বাড়াতে ভাড়া করা হয় অন্যদের৷ টাকার পরিবর্তে তারা বিয়েবাড়ি গিয়ে খেয়ে আসেন৷ তার সঙ্গে অর্থও পান৷

কাঁদার চাকরি



রুদালি সিনেমা দেখে থাকলে আপনি এই চাকরি সম্পর্কে জানবেন৷ কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় কোনও মানুষের মৃত্যুতে কাঁদার জন্য৷ যাদের কাজই হলো মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসা এবং পরিবর্তে অর্থ সংগ্রহ৷

বিষয়: বিবিধ

১৬৪১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343844
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
নাবিক লিখেছেন : প্রেমিক হওয়ার চাকরিটা আমার দরকার Tongue
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
285240
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অপেক্ষা করেন ইন্টারফিউর সিরিয়ালে আপনার নাম প্রথমে লিখা হয়েছে যেই কোন মুহুর্তে আপনাকে ডাকা হবে
343846
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাঁদার চাকরির সুযোগ তো ভারতের রুদালি সম্প্রদায় এর মধ্যে ছাড়া নাই। তবে বিয়ের গেষ্ট হওয়ার চাকরি টা আমার খুব দরকার। আরেকটা এমন চাকরি আছে। ম্যাকডোনাল্ডস এর মত কোম্পানি গুলিতে ফুুড টেস্টার নিয়োগ করা হয়!!
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
285241
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার রিকয়ারম্যান
অপেক্ষা করতে হবে একটু আপনি যে দুই নাম্বার সিরিয়ালে পড়েছেন ! হাহাহাহা
343847
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
শেখের পোলা লিখেছেন : বাংলা দেশের পাসপোর্ট অফিসে নাকি স্বামী ভাড়া পাওয়া যায়৷ এটিওতো আজব পেশা৷
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
285242
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ হুনলাম তো তাই
343864
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৪
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। কোন চাকরিটা যে নেব ..। Day Dreaming
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২১
285260
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহহে ওয়াবারাকাতুহু
চুকুরী চয়েচ করেন আপনার এপ্যয়নমেন্ট লেটার রেডি করছি
343865
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৫
আফরা লিখেছেন : আমার কোন চাকরীর দরকার নাই ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৭
285263
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আচ্ছা আপু আপনার চাকুরীটা অন্যকে দেওয়া যাবে
ধন্যবাদ
343893
০১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৪
কাহাফ লিখেছেন :
আজব আজব বিষয়ের উপস্হপনা ভালই লাগছে!
নতুন কোন আজব বিষয় নিয়ে আসার আমন্ত্রণ রইল!!
০১ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৫
285310
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
ইনশআল্লাহ
343903
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৭
রক্তলাল লিখেছেন : কিছু চাকুরীর হদিস নাই। নিউ ইয়র্ক আর জাপানের বর্ণনা দিলেন তা করলে জেলের ভাত খাইতে হবে।
০১ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৬
285311
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রক্তলাল ভাই
তথ্যে পাইছি তো তাই লিখেছি
০২ অক্টোবর ২০১৫ রাত ১২:১৯
285373
রক্তলাল লিখেছেন : আমার জানা মতে এগুলা নিউ ইয়র্ক এ করলে সোজা জেলে Happy
344000
০২ অক্টোবর ২০১৫ রাত ১২:২০
রক্তলাল লিখেছেন : এমনকি কাউকে বিরক্ত করলেও জেলে যাবেন - দুই-একজন বাংলাদেশী এসব করে ঐখানের ভাত খেয়েও এসেছেন।
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৯
285419
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাই
পড়া বিদ্যার কথা তো রক্তলাল ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File