শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমদ জোসেফ এখন কারাগারে নেই। জোসেফের বড় ভাই বিজিবি মহাপরিচালক অবৈধ প্রধানমন্ত্রী মিসেস হাসিনার অতি প্রিয়পাত্র মেজর জেনারেল আজিজ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৫:৪৩ রাত
শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমদ জোসেফ এখন কারাগারে নেই।
কোথায় গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সন্ত্রাসী? শেখনিউজ ডট কম গত জানুয়ারিতে জোসেফের সম্ভাব্য বিদেশ যাত্রার সংবাদ প্রকাশ করার পর থেকে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে। তবে এই মুহূর্তে গোয়েন্দা সুত্রে জানা গেছে শীর্ষ সন্ত্রাসী জোসেফ সত্যিই আর বাংলাদেশে নেই।
কারাগার থেকে হাসপাতাল হয়ে এখন সে মালয়েশিয়ায়। যদিও অন্য একটি সূত্র জানায় মালয়েশিয়া থেকে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী জোসেফের বড় ভাই বাংলাদেশ বর্ডার গার্ডের-বিজিবি মহাপরিচালক অবৈধ প্রধানমন্ত্রী মিসেস হাসিনা ওয়াজেদের অতি প্রিয়পাত্র মেজর জেনারেল আজিজ তার ভাইকে বাঁচানোর জন্য সম্প্রতি তার মালয়েশিয়া সফরের সময় জোসেফকে ভিন্ন নামের পাসপোর্টে মালয়েশিয়া পাচার করেছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে কারাগারে জোসেফের পরিবর্তে অন্য একজনকে ডামী জোসেফ বানিয়ে রাখা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোসেফ কিভাবে পার পেলো? তবে কি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল রয়েছে?
বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও এ বিষয়টি নিয়ে চরম অসন্তোষ রয়েছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। অধিকাংশ অফিসারদের মতে সরকারের উচিত এ বিষয়টি জনস্বার্থে পরিস্কার করে বক্তব্য দেয়া। তবে সবকিছুর পূর্বে মিডিয়া এবং বিচার বিভাগ ও বারের সৎ ও নিরপেক্ষ বিচারক ও আইনজীবী সহযোগে একটি টিম নিয়ে কারাগারে জোসেফকে সনাক্ত করা। যদি সত্যিই জোসেফকে না পাওয়া যায় তবে সে বিষয়ে রাষ্ট্রীয় বক্তব্য প্রকাশ করা উচিত। উল্লেখ ইতিপূর্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগির যাকে 'র' এর এজেন্ট হিসেবে বিভিন্ন মহল মনে করে থাকে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আরেক শীর্ষ সন্ত্রাসী বিকাশ'কে কারাগার থেকে ছেড়ে দেয়। বিকাশের ভাই ফ্রান্সে তৎপর বলেও জানা গেছে।
শেখনিউজ ডট কম জোসেফকে হাসপাতালে নিয়ে পাসপোর্ট বানানোর রিপোর্ট প্রকাশ করলেও রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেয়া হয়নি। মে জেনারেল আজিজ জোসেফের মৃত্যুদণ্ডের ফাইল সরকারের শীর্ষ মহলের আশীর্বাদে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য বঙ্গভবনে পাঠালেও সংবাদ প্রকাশ হয়ে পড়ার কারনে তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর দিয়েছেন কিনা জানা যায়নি। তবে জোসেফকে বাংলাদেশ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে যে তথ্য পাওয়া গেছে তার পক্ষে দুইটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য জোসেফ আওয়ামী লীগেরই এক ওয়ার্ড কমিশনার মিজানের ভাইকে হত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। এর মধ্যে আদালতপাড়ায় মোস্তফা হত্যাকাণ্ড অন্যতম। মোস্তফাকে দিবালোকে আদালতপাড়ায় গুলিতে হত্যা করা হয়।
এদিকে জোসেফের পুরো বাহিনীর নেতৃত্ব চলে গেছে মেজর জেনারেল আজিজের হাতে। তিনি ঢাকার ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় এই সকল সন্ত্রাসীদের সাথে গোপন মিটিং করেন বলে জানা গেছে। অবৈধ বর্তমান সরকারের চরম এই সংকটকালীন সময়ে এই সকল সন্ত্রাসীদের বিরোধী দলের বিরুদ্ধে কাজে লাগাতে ডিজিএফআই'র বাইরে থেকে মে জেনারেল আজিজ যাতে এদের পরিচালনা করতে পারেন, সেইজন্যই এ সুযোগ দেয়া হয়েছে অবৈধ সরকারের শীর্ষমহল থেকে বলে সূত্র জানায়। তবে কখন জোসেফ, বিকাশ ও প্রকাশ গং দেশে ও বিদেশে কখন তাদের অপারেশন শুরু করবে সে জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
তবে কারাগার থেকে যারা রাজনৈতিক অনুকম্পায় মুক্তি পেয়েছে বা পাওয়ার অপেক্ষায় তাদের মধ্যে তালুকদার রিপন, সানজেদুল ইসলাম ইমন, পিচ্চি হেলাল, সুইডেন আসলাম, ফ্রিডম রাসু, ভাষানটেক ইব্রাহীম, লম্বু সেলিম, টিটনসহ অনেকের নামই শোনা যাচ্ছে।
বিষয়: বিবিধ
২৮৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ পটপরিবর্তনের পর সব হবে
সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন