মাছ পানিতে থাকবে অথচ সেই মাছের গায়ে পানি লাগবে না ,পরহেযগার বলে জাহির করবো কিন্তু ইসলামী রাজনিতি করবনা তাহলে সেটা Dummy আসল নয়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৮:২৫ বিকাল



এই ব্লগে আসা প্রায় এক বছর একমাস কয়েকদিন।

বেশ দির্ঘ দিন ব্লগে উপস্থিত থাকাতে এবং বিভিন্ন ব্লগারের লেখাতে কমেন্ট করাতে বেশ অনেক কিছু জানতে পেরেছি।

এর আগে অবশ্ব্য বিডিনিউজ২৪.কমে কিছু দিন লিখেছিলাম সেখানে আওয়ামিলীগের ধাচের লেখা বা ধর্মহীনাতাপুন্ন লেখা ছাড়া প্রকাশ করেনা।

অনেক বার আমার লেখা পেন্ডিং রেখেছিল কারন জিজ্ঞাসা করলে ছুতান্যাতা কথা বলে এড়িয়ে যেত।

দুএকটা ব্লগ সামাজিক পর্যায়ের প্রকাশ করেছিল কিন্তু সেখানে নেগেটিভ মন্তব্য এবং তুচ্ছতাচ্ছিল্য করে কমেন্ট করতো তাই সেখান থেকে বের হয়ে অনেক দিন চুপচাপ ছিলাম।

প্রবাস জীবনের হাজার ঝক্কিঝামেলার ভিতর এমনি একটু টেনশন থাকে তারউপর যদি সাহিত্য জগতের বাইরে বিচরন করি তবে নিজেকে অনেক একাকি মনে হয় তাই খোজ করতে লাগলাম ঠিকানা ও পেলাম।

এই ব্লগে সবাই নিজের মতো করে লিখতে পারছে বলে সবাই খুশি ব্যাক্তিগতভাবে আমি নিজেও।

কয়েকজন ব্লগার এই সুযোগটাকে নিজেদের স্বার্থ হাসিলের কাজে ব্যাবহার করতেছে। ইসলামকে হেও করে লিখা মন্তব্য করা ইত্যাদি করে যাচ্ছে।

আপনি লিখবেন আমার মস্তিস্ক থেকে, সেখানে অন্যর চিন্তা চেতনার উপর আঘাত দিতে হবে কেন ? ব্লগ লিখবেন প্রবন্দ লিখবেন জগত কি ছোট ? আপনি কি কোন বিষয় খুজে পাচ্ছেন না যে ধর্মকে আঘাত করতে হবে !

আপনার ভিতর যদি পান্ডিত্ব থাকে তবে সেটা আমাদের সামনে লেখার মাধ্যমে দেখান কটাক্ষ করে নয়।

অনেক ব্লগারের ব্লগে কমেন্ট করেছিলাম পর বলছে আহঃ কি করলেন এখানে ধমীয় কথার ভিতর রাজনিতি আনলেন কেন ? রাজনিতিকে তার জাগায় থাকতে দিন আর ধর্মকে ধর্মর জাগায় রেখে দিন!

কি আশ্চার্য কথা আপনি পুকুরে সাতার কাটবেন তারপর বলবেন আহঃ সাতার কাটবো কিন্তু গা ভিজবে কেন ?

এটা কি কখনো সম্ভব ? পানিতে নামলে আপনার গা ভিজবেই তাতে কোন সন্দেহ নাই।

ইসলাম ধর্মের অনুসারী হবেন তো রাজনিতি আপনার জন্য ফরয। আপনি সেটাকে কোন প্রকারে বাদ দিয়ে প্রকৃত আলেন ,বক্তা হবেন আলেম নাম দিবেন রাজনিতি করবেন না তবে আপনি হবেন Dummy

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343076
২৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৩
284390
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
343087
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
শেখের পোলা লিখেছেন : ডামি হতে চাইনা৷যোগ্যতা অনুযায়ী ইসলামকে প্রতিষ্ঠায় সহায়তা করতে চাই সেই রাজনীতির মাধ্যমেই ইন শাআল্লাহ৷
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৩
284398
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ
343104
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৮
284400
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
343153
২৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৪
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০০
284449
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File