যেমন অসভ্য নেত্রী, তেমন তার চামচারা অসভ্য ,এদের কিছু অশোভন উক্তি উল্লেখ করলাম
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৬:৪২ দুপুর
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়। যদি তিনি মুক্তিযোদ্ধা হন তাহলে সে ছিলো বাই চান্স মুক্তিযোদ্ধা। বাই চান্স মুক্তিযোদ্ধা আর বাই চয়েজ মুক্তিযোদ্ধা এক কথা নয় বলে সংসদে জানিয়েছেন হুইপ শহিদুজ্জামান সরকার।
“ছবি দেখলাম। একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সাথে সাক্ষাত করছেন।
“আমি ঠিক জানি না, আমাদের বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না ওনার কাছে? কারণ, একবার অভিমান ভরে বলেছিলেন, ‘একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম’। এই বলে তিনি চলে গিয়েছিলেন।”
“তো নালিশ করে কী পেয়েছে? নালিশ করে বালিশ পেয়েছে। ভাঙ্গা জুতার বাড়ি খেয়েছে। বাংলাদেশের মানুষ এই বাড়িটা দিয়েছে।"
- শেখ হাসিনা
‘মানুষের এক কান কাটা গেলে বাড়ির পাশ দিয়ে হাঁটে। দুই কান কাটা গেলে উঠোন দিয়ে হাঁটে। ওনার (খালেদা জিয়া) হয়েছে তেমন অবস্থা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২শে ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে উপরোক্ত মন্তব্য করেন।
‘পাপের মধ্য দিয়ে যার জন্ম তাকে দিয়ে পুণ্যের কাজ হয় না’
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে একথা বলেন।
-‘সত্যের মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নেই, সত্য আপন মহিমায় উদ্ভাসিত হবেই’
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ২৭শে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
-‘উপজেলায় দল হারলেও জিতেছে সরকার’
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
-শেখ হাসিনাকে রক্ষা করা পবিত্র দায়িত্ব : মায়া
-প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা প্রজার সুখেই সুখ পান: কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী
-বিএনপির রাজনৈতিক হালখাতা দরকার। তাদের কর্মকাণ্ড যে রাজনৈতিক ছিল না তা হালখাতা করলেই বুঝতে পারবে’: নৌমন্ত্রী শাজাহান খান
-আমি গরিবের মন্ত্রী : নাসিম
-‘খালেদা কোরআন পড়তে পারলে পদত্যাগ করব’: চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।
-কয়লা ধুলে যেমন ময়লা যায় না- তেমনি বিএনপির চরিত্রও কখনো বদলাবে না: শেখ হাসিনা
-জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন ব্যর্থ : প্রধানমন্ত্রী
-খালেদা জিয়ার অবরোধে ১ জনও সাড়া দেয়নি : প্রধানমন্ত্রী
-প্রত্যেক মানুষের একটা জীবন আছে। কারো জীবনযাত্রায় বাধা দেয়ার -অধিকার কারো নাই। সকলেরই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার অধিকার আছে। সে অধিকার রক্ষায় যা যা পদক্ষেপ নেয়ার আমরা নেব: শেখ হাসিনা
-লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীকে সামলান:শেখ হাসিনা
-খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনই নন, তিনি এখন জামায়াতে ইসলামীর নেতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা : যত কঠোর হওয়া প্রয়োজন তত কঠোর হব : হাসিনা
-দেশের মানুষ শান্তিতে থাকলেও একজনের মনে শান্তি ছিল না। আমাদের বিরোধী দলের নেত্রীর শান্তি নেই। বাংলাদেশের মানুষ যখন শান্তিতে থাকে তখন তিনি শান্তি পান না।
-অশান্তি বেগমের আক্রমণ থেকে কেউ রেহাই পায়নি
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উনি জনগণকে ডাক দেন। উনার ডাকে কেউ সাড়া দেয় না। তিনি বলেন, অশান্তি বেগমের আক্রমণ থেকে নিরীহ গরুও রেহাই পায়নি। রিকশাওয়ালা, গাড়িচালক কেউ রেহাই পায়নি। বারবার আলোচনার ডাক দেয়া হলেও তিনি সাড়া দেননি। আলটিমেটাম দিয়েছেন।
-গত পাঁচ বছরে ব্যবসায়ীদের অতীতের সেই হাওয়া ভবনের মতো কোন ভবনে গিয়ে কমিশন দিতে হয়নি।
-খালেদার বক্তব্য সংলাপের পথে বাধা : কাদের
-খালেদাকে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
-দুশ্চিন্তার কারণ নেই, দিল্লিকে তোফায়েল
-খালেদা জিয়াকে আশরাফের আল্টিমেটাম
-বিএনপি টোটালি ফুলিশ খেলা খেলেছে: আবুল মাল
-প্রেম একতরফা হয় না : লতিফ সিদ্দিকী
-সরকারকে অবৈধ বলা খালেদার রাজনৈতিক কৌশল
জামায়াতের ব্যথায় ব্যথিত হয়ে খালেদার নির্বাচন বর্জন : প্রধানমন্ত্রী
-ঢাবিতে শিবির সন্দেহে ৫ শিক্ষার্থীকে ছাত্রলীগের পিটুনি
-বিএনপিকে ক্ষমা চাওয়ার আহবান : ড. হাসান মাহমুদ
-খালেদা জঙ্গিদের সেনাপতি: আশরাফ
-যৌথবাহিনীর সঙ্গে কোনো বিদেশী বাহিনী অংশ নেয়নি: তথ্যমন্ত্রী
-হিন্দুদের ওপর হামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে:আইনমন্ত্রী
-অপশক্তি রুখে দিন: প্রধানমন্ত্রী
-দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
-সীমান্ত হত্যা নতুন কিছু নয় :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল
-সরকার সব সময় সংলাপের জন্য প্রস্তুত: ইনু
-‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ’: তোফায়েল
-শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করতে হয় : নাসিম
-সংলাপ চাইলে উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে : কাদের
-সংলাপের সম্ভাবনা নেই, পাঁচ বছর আগে নির্বাচনও নয় : তোফায়েল
-বিএনপি-জামায়াত মাছ ও পানির মতো : হাছান মাহমুদ
-আমাকে নির্দেশ দেন এক ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে সব কিছু ঠিক করে ফেলব : শামীম ওসমান
-তার মনে আছে পাকিস্তান। এই পাকিস্তানের প্রতি যদি এতোই ভালবাসা থাকে তাহলে পাকিস্তান চলে যেতে পারেন: শেখ হাসিনা
-রাজনীতি করার জন্য রাজনীতি করে না বিএনপি : শেখ হাসিনা
-খালেদা জিয়া হচ্ছেন লেডি লাদেন: মতিয়া চৌধুরী
-জামায়াতকে তালাক দিলেই আলোচনা: শাজাহান খান
-দেশকে কলঙ্ক মুক্ত করা হবে : শেখ হাসিনা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে দেব না: সাজেদা চৌধুরী
-খালেদা সশস্ত্র বাহিনীকে উস্কে দেয়ার চেষ্টা করেছিলেন: ইনু
........................................
২০১৩ সালের সেরা আলোচিত আওয়ামী জোকস
১. পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে (নানক)
২ বিরোধীদলের নেত্রী রানা প্লাজার দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত
হয়েছে (হাসিনা)
৩. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই
ভবনটি ধসে পড়েছে (মখা)
৪. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান (সাহারা)
৫. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয় (হাসিনা)
৬. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি (মুরগি কবীর)
৭. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয় (নাসিম)
৮. কান টানলেই মাথা আসে। রানার স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক
করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই(পুলিশ)
৯. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)
১০. ম্যাডাম ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত (মতিয়া)
১১. বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন -(নৌ মন্ত্রী শাজাহান খান)
১২. ক্ষমতায় থাকলে টাকা পয়সা বাড়তেই পারে (মাল)
১৩. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে ।আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন (হাসিনা)
১৪. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর
কে আছে ?! (হাসিনা)
১৫. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব
জুয়াড়ি (মাল)
১৬. সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্ধ রাখা , তাহলেই জনগন বুঝবে আমরা কি করেছি ( হাসিনা)
১৭. শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের খাস উম্মত (মতিয়া)
১৮. থ্রি জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল (সাহারা)
১৯. T-২০ বিশ্বকাপ এদেশে না হলে এর জন্য খালেদা জিয়া দায়ী (মাল)
২০. আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় (হাসিনা)
২১. দু একশ কুটি টাকা হলমার্ক এ কেলেংকারী হয়েছে এইটা কোন ব্যপার না (মাল)
২২. আওয়ামীলীগ ইসলামের হেফাজত করে (মতিয়া)
২৩. রাস্তার বিলবোর্ড সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ (কাদের)
২৪. আবুল হোসেন খাটি দেশপ্রেমিক (হাসিনা)
২৫.আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই (হাসিনা)
২৬. ক্ষমতার লোভ আমার নেই (হাসিনা)
২৭. দেশের মানুষের জন্য প্রয়োজনে বাবার মত জীবন দেব (হাসিনা)
২৮. জঙ্গিশিবির যত্রতত্র বৈষ্ঠা/মুত্র ত্যাগ করে জনজীবন ব্যাহত করেছে (মখা)
২৯. জামায়াত-শিবির হরতাল দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে (হাসিনা)
৩০. কম খান বাজারে কম যান (ফারুক)
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
আপনাকেও অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন