ভাত খাওয়ার পর ৬টি কাজ কখনোই করবেন না

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৩:১২ সকাল



ভাত আমাদের প্রধান খাদ্য। তাই এক অর্থে বলা যায়, ভাত ছাড়া যেন বেঁচে থাকায় দায়। সুস্থ জীবন ধারণের জন্য খাবারের ভূমিকা প্রধান হলেও খাবার গ্রহনের পর কিছু বদ অভ্যাস হতে পারে সুস্থ জীবন ধারণের প্রধান অন্তরায়। ভাত খাওয়ার পর আমরা হরহামেশাই অনেক কিছু করে থাকি যার বিরূপ প্রভাব আমাদের অনেকেরই অজানা। তাই ভাত খাওয়ার পর অন্তত ৬টি কাজ কখনোই করবেন না। যেমন-

১। অনেকেই খাবার শেষ করে ফল খায়। এটা একদম অনুচিত। এতে বাড়তে পারে অ্যাসিডিটি। খাবার গ্রহনের দু’এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়া যেতে পারে। অন্যদিকে, খাবার শেষ করার সঙ্গে সঙ্গে অনেকে ধূমপান করেন। খাবার গ্রহানের পর একটি সিগারেট বা বিড়িতে যে ক্ষতি হয় তা চিকিৎসকদের মতে অন্য সময়ের দশটির সমান ক্ষতিকর।

২। ভাত খাওয়ার পর অনেকেই চায়ের কাপ নিয়ে বসে যান। চায়ে থাকে প্রচুর পরিমাণে টেনিক এসিড যা খাদ্যের প্রোটিনকে ১০০গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। চা পান করতে হলে খাবার গ্রহণের বেশকিছুক্ষণ আগে বা পরে করুন।

৩। খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে গোসল করা থেকে বিরত থাকুন। খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। ফলে পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বুল করতে পারে। খাবার হজমের স্বাভাবিক সময়কে করে তোলে ধীরগতির।

৪। খাবার শেষে বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না। কারণ খাবারের পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করলে অতি সহজেই ইন্টেসটাইন (পাকস্থলি) থেকে রেক্টাম (মলদ্বার) পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেকে যেতে পারে কিংবা পেঁচিয়ে যেতে পারে এমনকি ব্লক হয়ে যেতেও পারে। এ ধরণের সমস্যকে ইন্টেস্টাইনাল অবস্টাকশন বলা হয়।

৫। ভাত খাবার পরপরই ব্যায়াম করবেন না।

৬। ভাত খাওয়ার পরপরই ঘুমাবেন না। এতে শরীরে বাড়তি মেদ জমে।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342458
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
আফরা লিখেছেন : ভাইয়া আমার একটা প্রশ্ন আছে । যারা ভাত খায় না মানে রুটি ,পাসতা,পিজ্জা বা অন্য খাবার খায় তাদের ও কি এটা মানতে হবে ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১০
283859
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু সম্ভবত সবাইকে মানা উচিত
হাসােনোর মতো একটা প্রশ্ন
আপনাকে অনেক ধন্যবাদ
342465
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৬
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ ! সুন্দর ও উপকারি পোস্ট করেছেন ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
283863
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
342475
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সুন্দর পোষ্ট! Good Luck Rose
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
283868
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
342492
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
অপরিচিত লিখেছেন : গ্রামের অনেক লোক আছে যারা ভাত না খেয়ে উপস থাকে। তাদের এই কোন নিয়ম আছে?
গ্রামে গেলে সেখানে বলতে পারতাম। তাছাড়া ভাত খাবার পরে সিগারেট খেলে অন্য সময়ের চেয়ে দশটি সিগারেটে সমান ক্ষতি হয় এটি কোন গবেষনা থেকে পেয়েছেন?

সিগারেট খেলে তো তা ফুসফুসে ধোয়া যায় আর ভাত খেলে পাকস্থলিতে যায়। তাহলে কেমন করে কি? ব্যাখা জানতে পারি কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File