!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-২৭) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩০:৪৮ সন্ধ্যা
আমার মেজো ভাই কুষ্টিয়ায় কোন এক মাদ্রাসায় পড়াতো কোন এক বাড়ী লজিং থেকে।
মসজিদে নামাজ কালাম পড়তে আসা যাওয়ার সময় মসজিদ পাড়ায় এক ভন্ড জ্বিন আলার সাথে দেখা এবং পরিচয় তার থেকে সখ্যতা।
মেজো ভাই জানতো না সেই লোকটি যে চিটার তার তো চিটারের জালে অল্প সময়ের ভিতর আটকা পড়ে গেছে।
আশপাশের লোকজন সবাই তাকে একরকম ঘৃনার দৃষ্টিতে দেখতো কিন্তু যত ঘৃনাই করুক এলাকার ছেলে বেশীর থেকে বেশী তাকে হাতে নাতে কোন অন্যায় কাজে ধরা পড়লে সেখানে দু-চার পড় থাপ্পড় কষতে পারে মাত্র এর বেশী কি করার আছে!
সন্ধার পরে মেজোভাইর সাথে বিভিন্ন গল্পগুজব তার কেরামতি ইত্যাদি বলতো ।
একবার এক মুরুব্বি মেজো ভাইকে বলছে মাস্টার তোমার কোন কাম নাই নাকি এই চিটারের সাথে তোমার এত সখ্যতা কিসের !
এরপর সেই লোকটি মেজো ভাইকে বলল দেখলেন মাস্টার এই এলাকার লোকজন কত অভদ্র ! মানুষের সাথে কেমন আচরন করতে হয় তাহাও জানে আ।
যাই হউক কলে কৌশলে ঐ চিটার আমাদের বাড়ী অবধি এসেছে। এবার তার কেরামতি শুরু ! বিভিন্ন বাড়ীতে জ্বিন চালার কথা বলে মোটা মুটি টাকা কামাই শুরু করেছে । লোকজনও কিভাবে যে অন্ধর মতো তার কাছে আসে বুঝে আসতো না।
পরে জেনেছি সেই লোকটি নাকি ইন্ডিয়া থেকে জাদু শিখে এসেছিল কয়েক দিন বা মাস অবধি লোকজনকে নিজের বস্যতাতে আনতে পারতো।
মনে পড়েেছে তার নাম আজিজ চিটার
সে আমাদের মালিতা পাড়ায় জ্বিন চালা দিতে গিয়ে তাদের উপযুক্ত মেয়েকে শম্ভ্রমহানী করেছিল বলে কয়েকজন ব্যাড়ার ফাক দিয়ে উকি দিয়ে দেখেছিল ।
সেই রাত্রে হৈহাংগাম শুরু হয়ে গেল ! কোন কৌশলে ওখান থেকে পালিয়ে আমাদের বাড়ী এসে হাজীর এবং বলতেছে আমাকে বাচান ওরা আমাকে মেরে ফেলবে। আমার মাকে মা বলতেছিল ।
আমার মা বললেন তুমি এত বড় জ্বিন আলা লোক লোকজন তোমার ক্ষতি করতে আসলে জ্বিনকে ডেকেতো সাহায্য নিতে পারো এমন কথাবার্তা বলার ফাকে একসাথে অনেক লোক আমাদের বাড়ী এসে হাজির।
আজিজ চিটার আস্তে মাথা নিচু করে আমাদের চকির তলে গিয়ে পালালো ।
একপর্যায় লোকজন এদিক ওদিক তালাশ করে চলে গেছে পর চিটার বের হয়ে বলতেছে আমার জ্বিন হারিরার খাতা বন্ধ আমি চললাম ।
মাত্র ঘর থেকে বের হয়েছে পর আর গুুপ লঠিসোটা নিয়ে চিতকার দিতে দিতে আসেতেছে আর বলতেছে আজকে আজিজকে জ্বিন হাজির করায়ে দেখাতে হবে নইলে খবর আছে।
আজিজ এই আস্তে করে পুকুরের ভিতর নেমে বসে থাকলো তারপর সবাইর অগচোরে একসময় পালিয়ে গেছে আর কখনো ফিরে আসেনি।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই মিলে যে লোকটাকে তাড়িয়েছে এটাই ঠিক হয়েছে!
শুকরিয়া
মন্তব্য করতে লগইন করুন