জেনে নিন, মোবাইল নম্বর গোপন রেখে কল করার নিয়মাবলী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৯:২৪ রাত

ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান।

এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান।

অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্ট্রাব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।

মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরি অ্যাপস ব্যবহার করে।

নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো ব্যবহার করা যায় কিন্ত তারজন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়।

এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।

অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন যেমন Voxox,

Lifehacker,

Spoofcard,

Tracebust,

CallerIDFaker ইত্যাদি।

এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।

প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা যাবে, কিন্তু পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করতে হবে।

প্রযুক্তি বিশ্বের এইসব সুযোগগুলো ব্যবহারের সুযোগ নিচ্ছে অনেকেই। তবে পাওয়ানাদারের কাছ থেকে পাওয়া উদ্ধারে এমন অ্যাপ আপনি ব্যবহার করতেই পারেন।

বিষয়: বিবিধ

২৭০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341968
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:০৫
শেখের পোলা লিখেছেন : চাঁদা বাজেরা উপকৃত হবে৷
341987
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৫
চিরবিদ্রোহী লিখেছেন : লিঙ্ক জানা আছে ভাই? দিতে পারবেন?
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
283347
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মোবাইলের প্লে স্টোরে গিয়ে নিন্মলিখিত যেই কোন একটা লিখে সার্চ দিন দেখবেন চলে এসেছে
Lifehacker,

Spoofcard,

Tracebust,

CallerIDFakerপলLifehacker,

Spoofcard,

Tracebust,

CallerIDFaker
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
283355
চিরবিদ্রোহী লিখেছেন : পাইলাম না তো, কষ্ট করে লিঙ্কটা দিবেন? বন্ধুদের সাথে একটু মজা করি।
342000
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেআইন!!
342077
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
হলুদ রঙ মেঘ লিখেছেন : মাইনাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File