মজলুম এক মায়ের আর্তনাদ ! মজলুম বোনদের আহাজারী !! আল্লাহ তুমি আমাদেরকে জালিম শাহীর জুলুম থেকে বের কর নতুবা জালিমকে ঢংশ করো !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৪:৪৭ রাত



হনুফা বেগম সারা রাত্র ছটফট করেছে কাটা মুরগি যেমন ছটফট করে।

তার কলিজার ভিতর কেমন যেন মোচড় মেরে উঠেছে আর অশান্তি লাগছে এমন মনে হচ্ছে তার জন্য কোন দুঃসংবাদ অপেক্ষা করছে।

স্বামী হারা বিধবা হনুফা বেগমের একমাত্র ছেলে বিল্লাল রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে অনার্স ফাইনাল ইয়ারে।

দুইটা মেয়ে বিয়ে দিয়েছে সেই স্বামী জিবিত থাকতে আর একটা মেয়ে ক্লাশ টেনে পড়ে।

স্বামীর বিদেশের কামাই কিছু টাকা আর জমাজমি যাহা আছে তাতে সংসার ভা্লভাবেই চলে।

ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির পর থেকে তার্ উপর দুই বার দুইটা বিপদ এসেছিল , সেই সকল বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাযত করেছে।

ছাত্রলীগ তাদের দলিয় কোন্দলে তাদের দলের লোকদের রগ কেটে শিবিরের উপর দোষ চাপিয়েছিল কিন্তু এলাকার লোকজন এবং তাদের সিনিয়ার নেতাদের হস্তক্ষেপের পরেও শিবিরকে জড়ানো হয়েছিল । তাতে অনেক নিরিহ ছাত্র গ্রেফতার হলেও টাকা খরচ হয়েছে সেই মিথ্যার জাল থেকে বের হতে।

অনেক দিন পলাতক থেকে বিলাল অবশ্ব্য আবার বিশ্ববিদ্যালয় রেগুলার হয়েছে।

মা জননীর মন যে বারবার ছটফট করছে কারন তার কলিজার ধনযে গুম হয়েছে দুনিয়ার কেউ এখনও মাকে বলেনি কিন্তু মায়ের মনের ভিতর জানা হয়ে যাচ্ছে ।

সত্যি সত্যি বেলালের সহপাটিরা বেলালের বাড়ী গিয়ে এমন একটা খবরই দিল যেই খবর শুনলে দুনিয়ার কোন মা নিজের কলিজাকে ঠিক রাখতে পারেনা।

মা আজও বধিরের মতো পথের দিকে চেয়ে আছে একমাত্র বিলালের অপেক্ষায় ,আদরের ছোট বোনটি আর ফোনে ভাইর সাথে দুষ্টমি করতে পারবে না শুধু অঝরে দুনয়নের পানি ঝরে।

বড় দুই বোনতো খবর শুনার পর থেকে তাদের আহাজারী বন্ধ হচ্ছেনা কেদে কেদে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালিম শাষকের হাত থেকে রক্ষা করো আর আমাদের ভাই যদি জিবিত থাকে তবে তাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আমার মায়ের কলিজাকে ঠান্ডা করো নতুবা জালিমকে নিপাত করো।

আমরা জালিম শাহীর পতনের অপেক্ষায় থাকবো আমিন

বিষয়: রাজনীতি

১৭১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341741
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনামে মনে হয় বানান ভুল! ঢংশ নয় হবে ধ্বংস
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২০
283057
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
আসলে রাত্রে চোখে ঘুম ঘুম ভাব ছিল তারপরেও পোষ্টটি করেছিলাম দুঃখিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File