দিনকে দিন অপিবাইদান চরমভাবে সিমা লংঘন করেই চলেছে তার বিরুদ্ধে ব্লগের নিয়ম ভঙ্গের শাস্তি দেওয়া যাচ্ছেনা ! কেন !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১০:০৭ দুপুর



পরিস্থিতি ভয়াবহ- মক্কা, মদীনায় মুসলিম মুমিনদের মারাত্মক ধর্ষন প্রবনতা।

এমন একটা বিষয় যদি সামনে খাড়া করে যেটা সম্পুর্ন ঐ কুলাংগারের কল্পনা প্রসুত তবে তার বিরুদ্ধে কেন ব্যাবস্থা নিবে না কতৃপক্ষ !

আপনি যদি অপিবাইদানের সম্পুর্ন লেখার হেডিংগুলি পড়ন, তবে সেটা এতই দুর্গন্ধযুক্ত যে নিজেকে একজন মুসলমান হিসেবে ইসলামের নবী সম্পর্কে , ইসলাম সম্পর্কে কোরান হাদিস সম্পর্কে বাজে মন্তব্য করেছে যে দেখা বা বলাও অপমান বোধ হবে।

সুতারাং অপিবাইদানরা যদি ব্লগ পরিচালকের কন্ট্রোলের বাইরে থাকে তবে ব্লগ চালানোর দরকার কি ?

আমাদেরকে এমন অপমান বরদাশত করে এই ব্লগে থাকতে আর মনে চাচ্ছেনা , প্লিচ দয়া করেন আমাদের প্রতি।

বহুত দিন পাগলার আনাগোনাটা কমে গিয়েছিল বুদ্ধিমানের বুদ্ধির জোর কমে গিয়ে ছিল বলে ভেবেছিলাম কিন্তু পুনরায় ফিরে এসেছে।

তবে প্রথম প্রথম ভাল কয়েকটা পোষ্ট দেওয়ার পরে আবার সেই আচরন শুরু করেছে।

ব্লগটাকে পাগল-ছাগল মুক্ত রাখার দরকার তবে এখানে ভালভাল লোকের আগমন ঘটবে এবং মননশীল লেখায় পাঠকরা মুগ্ধ হবে

এ্যাডমিনের সহযুগিতা কামনা করছি

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340131
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
281531
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওদের বাড়াবাড়ী বন্ধ করতে পারলে ভাল লাগতো বেশী
আপনাকে অনেক ধন্যবাদ
340133
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
মেঘ কাব্য লিখেছেন : অপি সম্পাদকের খালাতো বোন হবার সম্ভাবনা আছে....! সুতরাং যতই প্যাচাল করেন লাভ নেই।
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
281535
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এমনই তো মনে হচ্ছে
আপনাকে অনেক ধন্যবাদ
340134
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : গঠন মূলক বিরোধিতা করে কিছু লিখলে সে সবে মন্তব্য করা যায়। কিন্তু এই ব্লগারের এগুলো কোন বিরোধিতার পর্যায়ে পর্যায়ে পড়ে না। আল্লাহ ও রাসুলকে (সাঃ) কটাক্ষ, তামাশা, গালাগাল, মশকরা করেই যাচ্ছে। রাসুল (সাঃ) ধর্ষণকারী, শিশু-লোভী, লম্পট সহ নানাবিধ মনগড়া চরিত্রে প্রমাণ করার জন্য লিখেনা এমন কোন কাজ সে না করে থাকেনি।

যদি বুঝে চিন্তে এই অধিকার কোন ব্লগারকে প্রদান করা হয়, তাহলে শতভাগ নিশ্চিত তার কোন ইমান থাকেনা।

ইমানের প্রথম শর্তই হল আল্লাহ ও রাসুলের (সাঃ) প্রতি ভালবাসা। আর ভালবাসা প্রকাশের প্রকৃত রাস্তা হল, তাঁর চরিত্রে কলঙ্ক লেপন হলে, জীবন দিয়ে তার প্রতিবাদ করা।


এখানে তো কলঙ্ক লেপনের রাস্তাই খুলে রাখা হয়েছে....... জানিনা কেন তাদের এক প্রয়োজন কেন?
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
281541
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৩
281560
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাদের অবগতির জন্য বলছি-

আমি ব্যক্তিগতভাবে ব্লগে পোস্ট দিয়েছি,
এডমিনকে মেইল করেছি,
এডমিনের ঘণিষ্ট বন্ধুর মাধ্যমে বলিয়েছি
-
সাময়িক কিছু সুফল দেখেছিলাম,
কিন্তু চূড়ান্ত ফলাফল শূণ্যের কাছাকাছি

সেই দুঃখে-কষ্টে ব্লগে লগইন করা প্রায় ছেড়েই দিয়েছিলাম!

কিন্তু তাতে আমার কোন লাভ হবেনা বুঝলাম!

তাছাড়া এত্তসব হিতাকাঙ্খী প্রিয়জন রেখে দূরে থাকা ঠিক মনে হলোনা!!
340138
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনরা সাথে শতভাগ একমত।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
281542
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
340144
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
শেখের পোলা লিখেছেন : শিখতে হলে জানতে হবে৷ আলোচনায় বিরোধিতাও করা লাগতে পারে৷ কিন্তু অপি বাইদানী জানার জন্যে নয়, শেখার জন্যে নয় বরং তার প্রতিটা কথায় ইসলাম ও নবীর প্রতি বিদ্বেষ ও ঘৃণা উথলে ওঠে৷দায়ীদের বা মুসলীমদের রাগ করা উচিৎ নয় তবুও একের পর এক এমন আচরণে আমিও অতিষ্ঠ৷ তাই আমিও এর প্রতিকার চাই৷ ধন্যবাদ৷
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
281543
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে সহমত
অনেক ধন্যবাদ
340152
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
মনসুর আহামেদ লিখেছেন : এগুলো অপিবাইদানের নিক। সোনার বাংলা থেকে শুরু করে আজ অবধি এত নিকে লিখছে।
,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
281546
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই ইতোড়টা কোথায় বসে এই গুলো লেখে ? নিশ্চয় বাইরের দেশে
আপনাকে অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৬
281656
শেখের পোলা লিখেছেন : আমার জানা মতে ইনি কানাডার ক্যালগেরীতে থাকেন, পেশা ব্যাংকের টেইলার।
340157
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
জ্ঞানের কথা লিখেছেন : জাহান্নামের কিট দেখতে হলে কেউ যেন তাকে দেখে নেয়।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৭
281556
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
340165
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : মামুরা ঘুমে আছে।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৯
281557
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
340222
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৭
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : এই কুলাংগার কে ব্যন করা হয় না কেন???
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২১
281587
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ দাদা এই প্রশ্নটা তো সবাইর
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File