ভারতে গর্ভ ভাড়া দেয়া একটি লাভজনক ব্যবসা, নিতিনৈতিকতার বালাই সেখানে কি আছে !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫১:৪৬ দুপুর

দেশ-বিদেশের সন্তানহীন দম্পতিদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ভারতে গর্ভ ভাড়া দেয়ার ব্যবসা ক্রমশ ফুলেফেঁপে উঠছে৷

ভারতে গর্ভ ভাড়া সহজলভ্য ও খরচ কম হওয়ায় গর্ভ ভাড়া বা সারোগেসি বাণিজ্যের বাজার দাঁড়িয়েছে ১৫০০ কোটি টাকার মতোভারতে গর্ভ ভাড়া দেয়ার ব্যবসার পরিসর দ্রুত বাড়ছে, যেহেতু এই ব্যবসা নিয়ন্ত্রণের উপযুক্ত আইন এখনও নেই দেশটিতে৷ কৃত্রিম উপায়ে গর্ভাধান নিয়ন্ত্রণ বা অ্যাসিস্টেট রিপ্রোডাক্টিভ টেকনোলজি বিল এখনও পাস হয়নি৷

৩৮ বছর আগে ভারতে কৃত্রিম গর্ভাধান বা ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) যাত্রা শুরু হয়৷ আর এখন ভারতে প্রায় ২০ হাজার আইভিএফ ক্লিনিক আছে, যার বেশিরভাগই অবশ্য অনুমোদিত নয়৷ এ ধরনের ক্লিনিক সবথেকে বেশি আছে দিল্লি, মুম্বই ও চন্ডিগড়ে৷ ওদিকে ভারতে সন্তানহীন দম্পতির সংখ্যা প্রায় ১৫ থেকে ১৬ কোটি৷ অর্থের প্রলোভন দেখিয়ে গরিব ও অশিক্ষিত পরিবারের মহিলাদের গর্ভ ভাড়া দিতে এজেন্টরা রাজি করায় এবং সেই সুযোগটা নিয়ে থাকে বিদেশি সন্তানহীন দম্পতিরা৷ উন্নত দেশগুলিতে গর্ভ ভাড়া দেবার নিয়মবিধি খুব কড়া৷ আর দিলেও পয়সা দেয়া-নেয়া নিষিদ্ধ৷ তবে গর্ভ ভাড়া নেবার আগে ঐ মহিলার বয়স ৪৩ বছরের নীচে কিনা, সেটা দেখে নেয়া হয়৷ দেখে নেয়া হয় তাঁর শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য৷ এছাড়াও আগে তিনি অন্তত একটি সন্তানের মা হয়েছেন কিনা এবং গর্ভধারণ ও সন্তান জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল কিনা – সেটাও যাচাই করা হয়৷

গর্ভ ভাড়া দেবার নৈতিকতা ও অনৈতিকতার সীমারেখা নিয়ে চলেছে ঘোর বিতর্ক৷ যুক্তি টেনে বলা হচ্ছে, দেহদান বা অঙ্গ প্রতিস্থাপন যদি অনৈতিক না হয়, তাহলে গর্ভ ভাড়া অনৈতিক হবে কেন? একজন সন্তানহীন দম্পতি, যাঁরা নানাভাবে চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারেননি, তাঁরা সন্তান পাবেন – এর মধ্যে অনৈতিকতা কোথায়?

অন্যদিকে বিরুদ্ধবাদীদের মত হলো, দেহদান বা অঙ্গ প্রতিস্থাপন এককালীন চিকিত্সা প্রক্রিয়া৷ নব্য ধণতান্ত্রিক চিকিত্সা-বিজ্ঞানের এক ইতিবাচক দিক৷ কিন্তু গর্ভ ভাড়া নিয়ে গর্ভাধানের চিকিত্সা প্রক্রিয়া হয় দীর্ঘকালীন৷ আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়৷ বলা বাহুল্য, সন্তান জন্ম না হওয়া পর্যন্ত যেই নারী গর্ভধারণ করেছেন, তাঁর দেখভাল, চিকিৎসা – সবকিছুই করতে হয়৷

নৈতিকতার অবশ্য আরও একটা দিক আছে৷ যে গরিব মহিলার গর্ভ ভাড়া নেয়া হচ্ছে, তাঁর প্রসব পরবর্তী স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কে নেবে? এখানেও রয়ে গেছে একটা ধোঁয়াশা৷ এত ঝুঁকি নেবার বিনিময়ে যে অর্থ প্রসূতিকে দেয়া হয়, তা বড়জোর তিন-চার লাখ টাকা৷ এ অর্থের একটা বড় অংশই কমিশন হিসেবে চলে যায় এজেন্টের পকেটে৷

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339728
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৭
নাবিক লিখেছেন : সুপারস্টার শাহরুখ খানের কনিষ্ঠ সন্তান আব্রাম এই পদ্ধতিতেই পৃথিবীতে এসেছে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৪
281076
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ও তাই নাকি
আপনাকে অনেক ধন্যবাদ
339747
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মা হবেন কিন্তু গর্ভধারন না করে!!!
এই বিষয়টাইতো সবচেয়ে হাস্যকর লাগে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
281090
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বোন পুত , তোর খালু বাড়ী নাইরে তুই যা করছিস !
ওদের গির্জার বেশী বাড়াবাড়ীতে সমাজ থেকে গির্জাকে আউট করেছে
তাই তো ওরা নিজেদের ইচ্ছামত সব কিছু করতেছে
ধন্যবাদ
339757
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : ছাগী বা গাভীকে গর্ভবতী করতে পাঁঠা ও ষাঁড় অল্প সময়ের জন্য ভাড়া নেওয়া হয়,ভবিষ্যতে হয়ত মানুষ ও তেমন ভাড়া নেবার ব্যবসা চালু হতে পারে৷ তাতে গরীব পুরুষ দেরও কিছু ইনকাম হবে। ছিঃ ছিঃ৷
০৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
281091
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হয়তো বা
আল্লাহ আমাদেরকে হেফাযত করুন
339853
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : কি যুগ আইলো রে বাবা,এরপর আবার কোন যুগ আইবো কে জানে Thinking Thinking Thinking Thinking Thinking
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
281235
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
339960
০৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File