মন্ত্রীসভার বৈঠক চলছে। এর মাঝেই জাফর স্যার ফোন দিলেন শিক্ষামন্ত্রীকে ছাত্রলীগের বিচার করবে কি না জানতে চাই !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ আগস্ট, ২০১৫, ০৯:১৫:৪৯ রাত
মন্ত্রীসভার বৈঠক চলছে।
এর মাঝেই জাফর স্যার ফোন দিলেন শিক্ষামন্ত্রীকে, "ছাত্রলীগের বিচার করবেন কী না বলেন, নাহলে কিন্তু আমি নিজেই পদক্ষেপ নিতে বাধ্য হবো"।...শিক্ষামন্ত্রী কিছুটা ভয় পেয়ে গেলেন, মীরজাফরদের বিশ্বাস নেই, কী থেকে কী করে! ফোনটা হাসিনার হাতে দিলেন!
-- হ্যালো, বলেন...
--বিচার যদি না করেন, তাহলে কিন্তু খবর আছে!
(হাসিনা কনফিউজড হয়ে গেলেন। প্রধানমন্ত্রীর সাথে এই ল্যাংগুয়েজে কথা! হাসিনা রেগে গেলেন)
-- বিচার না করলে আপনি কী করবেন?
-- ২০০৫ সালে যা করছিলাম তা করবো!
(হাসিনা কিছুটা ভয় পেয়ে গেলেন! জাফর স্যার কী মিন করছেন? উনি তো আমেরিকায় ছিলেন। নিশ্চয়ই আমেরিকার সরকারের সাথে কানেকশন আছে! বারাক ওবামাকে দিয়ে কিছু করাবেন নাকি? ২০০৫ এ বোধহয় জোট সরকারের উপর চাপ দিছিলেন! কিন্তু হাসিনা দমবার পাত্র নয়! সাহস সঞ্চয় করলেন)
-- কী করবেন? কী ক্ষমতা আছে আপনার?
-- (এবার স্যার আরো জোরে হুংকার ছাড়লেন) ২০১০ সালে যা করছিলাম তা করবো!
.... পুরো মন্ত্রীসভায় আতংক ছড়ালো। হাসিনা আরো বেশি ভয় পেয়ে গেলেন। এই ব্যাটা তো আবার "র" এর এজেন্ট, যদি ইন্ডিয়াকে দিয়ে কিছু করায়! ২০১০ এ "র" দিয়া নিশ্চয়ই দেশের ভেতরে কোন কুকর্ম করাইছিলো! বুঝলেন উনাকে রাগানো উচিত হবে না। হাসি হাসি মুখ করে বললেন,
--প্লিজ, কিছু কইরেন না! আমি এর বিচার করবো!
-- ওকে, ধন্যবাদ
-- যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করি, ২০০৫/১০/১২ সালে আপনি কী করছিলেন?
...জাফর স্যার হেসে বললেন,"পদত্যাগ করছিলাম"
ৎসংগ্রহীত কউসার আলম থেকে
বিষয়: বিবিধ
৭২৪৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুদিন ধরে ক্লান্ত হয়ে পড়েছি,
যেদিকে তাকাই, যেখানেই যাই-
ঐ এক তামাশা
আর হাসতে পারছিনা
লোকটাকে আপাততঃ 'খেমা' করা যায়না????
আমাদের হাসিটা ঠোটের কোনাতে
আমাদের ভাইদেরকে যেই ভাবে এই ষাড়দের পরামর্শে অন্ধকার কুঠুরিতে ভরে রেখেছে তার বদলা তাদেরকে পাইতেই হবে
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
লোকটার অবস্থা দেখে আছি ভবিষ্যৎ আর কি হতে পারে?
একটু মনটা খারাপ লাগার কথা
দেখুন আমি এই ঘটনাটা যেখান থেকে নিয়েছি তার নাম সহ বিস্তারিত লিখেছি, আপনি খামোখা আমাকে কেন বলছেন ভাই ? আমার লেখার শেষ টাতে ঐ ভদ্রলোকের নামটি দিয়েছি
মন্তব্য করতে লগইন করুন