১৯৭৫ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি দেখে এই ঐতিহাসিক ঘটনাটা মনে পড়ছে বেশ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ আগস্ট, ২০১৫, ০৯:৪৪:০১ রাত

শ্রীলঙ্কার রাজা ছিলেন ইয়াসালালাক। তিনি সাত বছর দেশ শাসন করেন। তাঁর জীবনের শেষ পরিণতি ছিল করুণ।

এর কারণ ছিল তার অদম্য এক কৌতুহল।

তিনি একদিন জানতে পারেন তাঁর চেহারার সাথে সাদৃশ্য আছে এমন এক লোক

আছে সে দেশে। সে একজন নগণ্য শ্রমিক, নাম শুভ। কৌতুহল বশত রাজা তাকে রাজবাড়িতে নিয়ে এসে অন্দরমহলে প্রহরীর চাকরি দিলেন।

তারপর তিনি মেতে উঠলেন এক অদ্ভুত কৌতুকে।

মাঝে মধ্যে পোশাক বদলাবদলী করে তিনি শুভকে বসিয়ে দিতেন সিংহাসনে আর তিনি হয়ে যেতেন প্রহরী।

পাত্র মিত্র পরিষদরা কুর্নিশ করত প্রহরী শুভকে রাজা মনে করে। আর

দরজায় দাঁড়িয়ে হেসে কুটি কুটি হতেন প্রহরীবেশী রাজা ইয়াসালালাক।

দিন যায়। একদিন প্রহরী শুভ তার সুযোগের সদ্ব্যবহার করে বসে। সে প্রয়োগ করে বসে রাজার ক্ষমতা। সে ক্ষমতা ব্যবহৃত হয় খোদ ইয়াসালালাক এর উপর। চেহারার সাদৃশ্যের সুযোগ নিয়ে ভয়ানক বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রহরীবেশী রাজাকে বন্দী করার আদেশ জারী করে শুভ। আদেশ

তাৎক্ষণিক ভাবে পালিত হয়। রাজাকে প্রতিবাদের সুযোগ না দিয়ে তুলে দেয়া হয় জল্লাদের হাতে। বেঘোরে প্রাণ হারান তিনি।

শুভ জোরাতালি দিয়ে ছ’বছর রাজ্য চালাল।

কিন্তু আর কত?

ধীরে ধীরে নানা কাজে ধরা পড়তে লাগলো সে।

বেরিয়ে পড়ল তার আসল পরিচয়। শুরু হল বিদ্রোহ। সে বিদ্রোহ একদিন

বিরাট আকার ধারণ করল। বিদ্রোহীরা দখল করে নিল রাজার সিংহাসন। আর! শুভকে ধরে বিদ্রোহীরা জবাই করল কবুতরের মত।

৭৫ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি দেখে এই ঐতিহাসিক ঘটনাটা মনে পড়ছে বেশ।

তবে কি ইনু নামের জাপানী কুত্তাটা ধরা খেয়ে যাচ্ছে শিগিগিরই?

যে শালার নির্বাচনে ভোট পেয়ে ওয়ার্ড মেম্বার হবারও যোগ্যতা নেই তাকে মন্ত্রী বানালে তো এসব ঘটনার পরম্পরাই দেখতে হবে।

একেই বলে কুকুরের গলায় মুক্তোর মালা। এখন সময় এসেছে সব কিছু নতুন করে সাজাবার, যার যা প্রাপ্য তা সুদে আসলে পুরোটাই দিয়ে দেবার। আর সেজন্য জেগে উঠতে হবে আমজনতাকেই। এমন অথর্ব মেকি ভাঁড় প্রকৃতির

অভিভাবক (!) আর নয়।

সম্পূরক তথ্যঃ মহারাণী এই শ্রেণীটার সমালোচনা না করার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। জাতি এখন নতুন ক্লাইমেক্সের

অপেক্ষায়। যার নাম হবে, "বাপ বড় না গদি বড়!!!"

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338729
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গদির জন্য সব ঠিক।
৩১ আগস্ট ২০১৫ সকাল ১০:০৯
280191
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck
338739
৩১ আগস্ট ২০১৫ রাত ০২:৫৩
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো ,অনেক ধন্যবাদ
৩১ আগস্ট ২০১৫ সকাল ১০:০৯
280192
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
338840
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫২
হতভাগা লিখেছেন : উনারা নিজেদের মধ্যে বাহাস করছেন । এতে কিতু ২০ দলের কোনই লাভ নেই । উচ্ছিষ্ট পেয়েই বর্তে যেতে হবে ।
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
280222
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : একজন আর জনের কাল্লা কাটছে এখনো বাহাস !!!!!!!!!!!!!!!!!
বুদ্ধিজীবি !!!!!!!!!!
338883
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
এ,এস,ওসমান লিখেছেন : ভাল বলেছেন আপনি............
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
280270
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File