এই ৪ জাতীয় বেঈমানই শেখ মুজিব হত্যার পরিকল্পনাকারী(ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ আগস্ট, ২০১৫, ০২:২২:৩২ দুপুর
এই ৪ জাতীয় বেঈমানই শেখ মুজিব হত্যার পরিকল্পনাকারী।
এদের সাথে ডালিম-ফারুকদের যোগাযোগ ছিলো সারবক্ষন।
এমনকি ঘটনার রাত ১২ টার দিকে ডালিম,ফারুক,রশীদরা জাতীয় ওই সব বেইমানদের বাসায় গিয়ে মুজিব কাগুকে হত্যার ব্যাপারে দিক নির্দেশনা নিয়ে আসে।
খোন্দকার মুস্তাকের সাথে ৪ বেঈমানের চুক্তি হয়, মুজিবকে যে কোনো উপায়ে ক্ষমতা থেকে বিতারিত করে সৈয়দ নজরুল ইসলামকে পুনরায় রাষ্ট্রপতি পদে বসাবেন। বাকিরা পছন্দমতো মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন।
কিন্তু খোন্দকার মুস্তাক "চোরের উপর বাটপারি " করে নিজেই রাষ্ট্রপতি হয়ে ওই ৪ জনকে জেল হাজতে প্রেরণ করে।
পরে খালেদ মোশারফ, শফি উল্লা, ষাঁড় তোফায়েল ও ইনু মেননদের পরামর্শে জেলখানার ভেতর সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, কাম্রুযযান ও মনসুর আলীকে হত্যা করে তোফায়েল আহমদই প্রথম ওই ৪ জনকে জাতীয় ৪ নেতার উপাধীতে ভূষিত করে।
অধ্যাপক আবু সাইয়িদের লেখা " ফ্যাক্টস এন্ড ডকুমেন্টসঃ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড" বইটি পড়লে অনেক লুকানো সত্য জানা যাবে।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-বইটি কোথায় পাওয়া যাবে..? অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন