আগষ্ট মাস আয়ামীলীগের পুরাতন শোকের মাস ,নতুন শোকের জন্য কি এখনকার হানাহানি !!!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ আগস্ট, ২০১৫, ১০:৪৮:০৭ রাত
আগষ্ট মাসকে আওয়ামীলীগ তথা শেখ হাসিনা শোকের মাস হিসেবে ঘোষণা করেছেঃ
টিভিগুলো কালো কাপড়ের চিহ্ন ব্যবহার করছে ।।
আওয়ামীলীগের শোকের মাসে আওয়ামী পুলিশলীগ আওয়ামীলীগ কর্মীদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করে , শোকের মাসে শোক বাড়িয়ে দিচ্ছে ।।
যাকে নিয়ে শোক ,
তাঁকে স্বরণ করতে যেয়ে আওয়ামীলীগ কর্মীরা নিজেরা কোপাকুপি-গোলাগুলি
করে মরছে ।।
তাতে আওয়ামীলীগের ভেতর আরো শোক বৃদ্ধি পাচ্ছে ।।
শেখ মুজিবকে যারা হত্যা করে আগষ্টকে শোকের মাস বানিয়েছে ,
তারাই শেখ হাসিনাকে ২১ শে আগষ্ট ২০০৪ হত্যা করে আগষ্ট মাসকে আরো
শোকাতুর বানাতে চেয়েছিল , মনে হয় ।।
তবে এমনটাও হতে পারে শেখ হাসিনা পরিকল্পিত ভাবে ২১ আগষ্ট বোমা হামলা চালিয়ে নিজ দলের কর্মীদের হত্যা করে জনসেন্টিমেন্ট নিজের করে নিতে চেয়েছিল ।।
আইভি রহমানকে দলের জন্য উত্সর্গ করে তৈল জিল্লুর হয়েছিল রাষ্ট্রপতি আর
পাপন হয়েছে এমপি ।
যদি তাই না হবে , তাহলে কেনো ২০০৪ সালের মামলার বিচার হাসিনা
ক্ষমতায় থাকতেও হচ্ছে না ?
নাকি পেশাদার ভিখারীনীর সৃষ্ট ঘাঁ ২১ আগষ্ট !
ঘাঁ সারলে তো কেউ ভিক্ষে দেবে না ।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোকের মাসে আওয়ামিলীগ এবং তার অংগ সংগঠন গুলো এমনকি সরকারী বিভিন্ন বাহিনী যেখানে পাইকারী দরে খুণাখুণী, মারামারি কাটাকাটি, ছিন্তাই ধর্ষন করতে পারছে সেখানে বেগম জিয়া কেক কাটতে পারবে না কেন?'
আওয়ামিলীগ এবং তার অঙ্গসংগঠন ও সরকারী বাহিনী যদি সত্যিই তাদের পিতার জন্য শোকাহত হয় তাহলে তাদেরকে আগে খুণাখুণী, মারামারি কাটাকাটি, ছিন্তাই ধর্ষন বন্ধ করতে বলুন। যদি তারা এগুলো বন্ধ করতে পারে তাহলে বেগম জিয়াও কেক কাটা বন্ধ করবে বলে আমার বিশ্বা।
তাদের খুণাখুণী, মারামারি কাটাকাটি, ছিন্তাই ধর্ষন দেখেও না দেখার ভান করবেন, তাদের চাঁদাবাজি করে কাঙালী ভোজের নামে নিজেদের হালুয়া রুটি খাওয়া দেখেও চুপ করে থাকবেন আর দোষ দিবেন শুধু বেগম জিয়া নিজের পয়সায় বা দলীয় নেতা কর্মীরা নেত্রির নামে কেক কাটলেই!
একেই হয়ত বলে, 'কৃষ্ণ করলে লীলা খেলা দোষ শুধু রাধার বেলা'!
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
০
যেই তালে গাজা খাচ্ছে তাতে মাতলামি করতে করতে অন্যরা বিপদে পড়বে !
তাই আপনাদের হুমকি ধামকি শেষ হোক না তারপরে আমাদের সময় আসলে তো আসবো , কারন তখন আমরা না আসলে আপনাদেরকে হুমকি ধামকি কে দিবে ?
ঠিক আছে এভাবেই লুকাইয়া থাকেন
সেখানে মদখাক বা আপনি বললেন ওটা মানে গাজা খাক তাই বলে একজন আরএকজনকে এই ভাবে ক্রস ফায়ার ছিছি
মন্তব্য করতে লগইন করুন