অসম্ভব হাসির ব্রেকিং নিউজ:- একভাইয়ের স্টাটাস থেকে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ আগস্ট, ২০১৫, ১২:২৫:৪৩ রাত
ঐ ভাইটি বললেন:- ----------------------------------------------
কিছুদিন আগে রাতে আমার মোবাইলে এক বয়স্ক লোক ফোন দিছে...
আমিঃ- হ্যালো...
বয়স্ক লোকঃ বাবাজী তুমি কই গেছ রাগ কইরা ...তোমার বউ ত ২ দিন ধইরা কিছু খায় নাই ...
আমিঃ- মানে...কি বলেন এইগুলা ... কার বউ ...আমি ত বিয়াই করি নাই...
বয়স্ক লোকঃ- হায় হায় রে ... স্বামী স্ত্রী ঝগড়া হইতেই পারে তাই বইলা নিজের বউরে অস্বীকার করবা...
আমি :- ফোন কেটে দিলাম ...
একটু পরে আবার ফোন দিছে ওই লোক..........................
বয়স্ক লোকঃ- তোমার বাচ্চা গুলাও আব্বা আব্বা করতেছে ২ দিন ধইরা ...
এইবার নিজেকে সামলে নিয়ে বললাম,
"বউরে বলেন ভাত খাইতে আর ,বাচ্চাদেরকে বলেন খাওয়া দাওয়া করতে আমি পরে কথা বলব"
আমার এই মোবাইল এর কথোপোকন ,আমার ছোট বোন শুনে ফেলছে ,সে গিয়া আম্মুরে বলে দিছে ......আম্মু দিছে আব্বুরে বিচার .....বাসার মধ্যে রীতিমত ঝড় তুফান শুরু হইছে ...বাড়ীতে সবাই রিমান্ডের আসামীর মত আমারে জেরা শুরু করছে ... আম্মু আবার কান্নাকাটি শুরু করছে...
আম্মুঃ- ছেলের কত বড় সাহস নিজে নিজে বিয়া করছে আবার বাচ্চাও
নাকি আছে ... নাহ এই ছেলে মান সম্মান সব নষ্ট কইরা দিল।
আব্বুঃ- এই শুনলাম তর বউ ,বাচ্চা সব আছে ... এত কাহিনী কবে করলি , নাহ তরে ত সহ্য হইতেছে না আমার ... মেজাজ অত্যধিক খারাপ হইতেছে...
ছোট বোনঃ- কত শখ আছিল, ভাইয়ার বিয়েতে গান করব , "হলুদ বাঁট ... মেন্দি বাঁট" ... এইটা তুমি কি করলা ভাইয়া ... ছিঃ ভাইয়া ছিঃ ...
কাজের বুয়াঃ ভাইজান আপনের বাইচ্চার বয়স কত, বাইচ্চারা কি এখনও "ওয়া ওয়া" কইরা কান্দে, নাকি "আব্বা আব্বা" কইরা ডাকে ...আমি , আবার বাইচ্চা মানুষ পছন্দ করি।
আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি সব কিছু দুঃস্বপ্ন মনে হইতেছে ... তখনই আবার ওই বয়স্ক লোক ফোন দিল ... আমি সবার সামনে লাউড স্পিকার
দিয়ে ফোন রিসিভ করলাম...
বয়স্ক লোকঃ- এই যে ভাই, আপনে বিরাট ফাজিল , আমি নাহয় আপনেরে ভুল কইরা ফোন দিছি , আপনে আমারে বললেই ত পারতেন এইটা ভুল নাম্বার ,
আপনে মিয়া অন্যর বউরে নিজের মনে কইরা ভাত খাইতে বললেন ...
ছিঃ ছিঃ ... আবার নিজের বাচ্চাও বানাইয়া ফেললেন ছিঃ ছিঃ ...
আমি ফোন রেখে দিলাম ... সবাই হাফ ছেড়ে বাঁচল ... কাজের বুয়া আবার মন্তব্য করল,"ভাইজান
, এত শখ থাকলে বিয়া করলেই পারেন , আরেকজনের বউ , বাইচ্চারে নিয়া
টানাটানির দরকার কি...
আহারে কত শখ করছিলাম ভাবছিলাম বাসার মধ্যে নতুন বাইচ্চা আইতাছে "
বিষয়: বিবিধ
১৬২৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
একটু আনান্দ দেওয়াতে পেরে নিজের কাছেও ভাল লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ
হিহিহিহিহিহিহিহিহিহিহিহিহি.....!!
মন্তব্য করতে লগইন করুন