!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-১৫) =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ আগস্ট, ২০১৫, ০২:৫৫:১২ দুপুর



সদ্দার পাড়ার কেতু ! দুচোখই অন্ধ ।

ওদের সদ্দার পাড়ার এক ছেলের সহযুগিতায় ভিক্ষা করতো । বাজারে বাস দাড়াইলে সেখানে হাত পেতে বলতো আমাকে ভিক্ষা দিবেন !

আমার দুচোখ অন্ধ ! আমি সাহায্য চাই !!

এই রোডে যত গাড়ি চলতো সবাই কেতুকে চিনতো ।

একবার বাস দাড়ানোর পর কেতুর সহযুগিকে গাড়িতে ধাক্কা দিয়ে এক্সিডেন্ট করেছিল পর অনেক দিন কেতু আর রাস্তায় আসতে পারতো না।

এখন কেতু একা একা চলাফিরা করতে পারে সহযুগিতার কোন দরকার হয়না।

একটা লাঠি আছে সেটা দিয়ে গুতিয়ে গুতিয়ে রাস্তা দিয়ে চলাচল করে এমন কি একলা একলা ঝিনাইদাহ চলে যায় ।



সদ্দাররা গুইসাপ ধরতো তারপর চামড়া খুলে বিক্রি করার জন্য । ওদের গুইসাপ ধরার ভিন্ন কৌশল ছিল , এখানে গুইসাপ আছে কিনা ওরা বুঝতে পারতো।

যদি একবার কনফার্ম হয়েছে যে এখানে গুইসাপ আছে তো আর তার কোন ছাড়াছাড়ি নাই। ধরে ফেলতোই ।

খরগোসের বাচ্চাদেরকে ধরে আনতো। বড় খরগোস অনেক দৌড়াতে পারে সেই গুলা ধরাটা অনেক কঠিন ছিল কিন্তু এই সদ্দাররা লম্বা জাল পাততো জমির এক কিনারে তারপর দুই দিন জন মিলে ছোট ছোট আখের ভিতর অস্থানরত খরগোসদেরকে তাড়া করলে ওরা ভয়ে দৌড় দিলে জালে আটকা পড়তো ।



তালপাকার সময় কলাবাদুর দেখা যেত অনেক বেশী। এই কলাবাদুররা সন্ধার আগে চোখে দেখেনা বিধায় দিনের বেলায় বাদুরদের সকল কর্মকান্ড বন্ধ থাকতো।

সন্ধা ঘনিয়ে আসার আসলেই ওরা আহারের জন্য বেরিয়ে পড়তো।

সদ্দাররা এই সময়টাকে বাদুর শিকারের মোক্ষম সময় বেচে নিত। তালগাছে অদুরে লম্বা ভলিবল খেলার জালের মতো জাল পেতে রাখতো ২০ -২৫ ফুট উপরে।

বাদুর উড়ে যাওয়ার সময় যেই জালে আটকা পড়তো অমনি রশি ঢিল করা মাত্রই নিচে জালসহ পড়ে যেত

এখন এই সদ্দারদের নাম দিয়েছে রাই ( শেখ হাসিনা ক্ষমাতায় আসার পরের কথা)

এই রায়দের যেই গুষ্টি আছে এরা সবাই নৌকা সমর্থক গুষ্টি বিধায় তাদের পদবি সদ্দার থেকে রায় করা হয়েছে।

পরবর্তিতে আবার দেখা হবে:-

বিষয়: বিবিধ

১৯৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337113
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
নাবিক লিখেছেন : অ...নেক ভালো লাগলো।
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৪
278801
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
337168
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
শেখের পোলা লিখেছেন : সদ্দাররা রাই হয়েছে তবে রায় নয়৷ কেননা রায় হিন্দুদের একটা বড় ও সম্মানিত বংশ৷বৃটিশ উপাধী দিত রায় বাহাদুর৷ পরের পর্বে আবার আসব৷
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
278844
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের ঝিনাইদাহর সদরের উপজিলা চেয়ারম্যান আওয়ামিলীগের , সম্ভবত সদ্দারদেকে খুশি করতে এমন করা হতে পারে
আপনাকে অনেক ধন্যবাদ
337192
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
আফরা লিখেছেন : লেখা তো ভাল লেগেছে কিন্তু কি সব ছবি দিয়েছেন দেখে ভয় পেয়েছি ভাইয়া ।
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৩
278864
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্মৃতির পাতা থেকে তো তাই উল্লেখিত স্মৃতির ছবিগুলি মাত্র
আপনাকে অনেক ধন্যবাদ আপু
337323
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার আত্নজীবনী আর কত পর্ব পর্যন্ত চলবে ভাইজান...
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৩
278998
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কেন ভাই বিরক্ত হচ্ছেন নাকি ?
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
279038
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : না,না। নো প্রবলেম...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File