দেশের লম্পট ছেলেরা ছাত্রলীগ-যুবলীগ করছে : সমাজকল্যাণমন্ত্রী ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ আগস্ট, ২০১৫, ১২:৫৬:৫৮ রাত
সত্য কথা আজ হোক আর কাল হোক প্রকাশ পাবেই । যেমনটি আজই প্রকাশ হইয়াছে দেখুন নিচের লেখাগলি
দেশের লম্পট ছেলেরা ছাত্রলীগ-যুবলীগ করছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী ছাত্রলীগের কঠোর সমালোচনা করে আরো বলেন, ‘আজকের ছাত্রলীগ-যুবলীগ লুটপাটের রাজনীতি করছে, নানা অপরাধমূলক কর্মকা- করছে। তারা ছাত্রলীগের মূল আদর্শ থেকে সরে এসেছে’।
জিয়াউর রহমান ও এরশাদের সাম্প্রদায়িক রাজনীতির প্রতি কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে জš§গ্রহণ করেও বাংলাদেশি হতে পারি না।
এ প্রবণতা পরিহার করতে হবে। বক্তৃতার এক পর্যায়ে হঠাত করে মাইক বন্ধ হয়ে গেলে মোবাইল ফোনের মাধ্যমে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি গেয়ে শোনান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামীরাও কখনও কখনও সত্য বলে ফেলে!
এটা জানলাম তাহলে......
ধন্যবাদ
তাই তাকে ক্রসফায়ার দেওয়া হোক
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন