কার কত টাকা =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ আগস্ট, ২০১৫, ০৫:৪১:৩০ বিকাল



শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই একাউন্ট একই হিসাব।

দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি একাউন্ট হওয়ার বিমিয়ে আপোষ হয়েছে।

এই দুই বোনের বর্তমানে আমিরিকাতে তিনটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে একটি চালায় শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী অপরটি চালায় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং সর্ব শেষটি চালায় হাসিনার বোনের মেয়ে রেহানার ছেলে ববি।

এছাড়া এদুবোনের বিভিন্ন দেশে প্রায় ৪হাজার কোটি ডলার নগদ আছে।

শেখ হাসিনার চাচাতো বোন লুনা এবং মিতা শত শত কোটি টাকার মালিক।

হাসিনার অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্ন ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে।

হাসিনার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় ৫ শত কোটি টাকার মালিক ।

হাসিনার বাবার ফুফাতো ভাইর ছেলে যে বর্তমানে হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই হাসিনার প্রধান নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত নজিব আহম্মেদ নজিব ও তার ভায়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালি হয়েছে।

হাসিনার নিকট এবং দুর সর্ম্পের আত্মীয়জনের এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হয়নি।

বিষয়: বিবিধ

২৪৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336687
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : বাপেের জমিদারী থেকে আয় হয়েছে তাই তাদের এত টাকা হয়েছে৷মরার পরে যাতে সুখে থাকতে পারে তারই পাথেয় জোগাড় করছে৷
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
278480
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম!!!!
আপনাকে ধন্যবাদ
336716
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কিন্তু ভাই দুর্ভাগ্যজনক হলেও সত্য এসব মানুষের এসব কালো টাকা আল্লাহ ভোগ করার সময় দেননা...এসব টাকা তাদের কোনই কাজে আসেনা তাহারা এসব টাকা দখল করে ক্ষনিকের মিথ্যে আত্মতৃপ্তিবৈই কিছুই পাননা...আফসোস তাদের জন্য। ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৫
278485
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মুন্সী ভাই আপনার সাথে একমত
আপনাকে অনেক ধন্যবাদ
336733
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:১২
হতভাগা লিখেছেন : কোথায় পাইছেন এসব তথ্য ?
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
278494
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমার ফাসি চাই বইতে
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৩
278495
হতভাগা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File