সব কিছুতো আগেই ঢংস করেছেন ! সানি লিওনকে কি ফলাফল যাচাইর জন্য আনা হচ্ছে ? ? ? ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ আগস্ট, ২০১৫, ১০:৫৫:০১ রাত

ঢাকায় আসছে অভিশপ্ত সানি লিওন, বাংলাদেশ হবে ধর্ষণের দেশ.....

আগামী মাসে ‘সানী লিওন’ নামক এক কথিত বলিউডি পর্নো অভিনেত্রী নাকি

বাংলাদেশে আগমণ করবে,

তার পর্নো শো দেখতে টিকিটের সর্বনিম্নমূল্য ধরা হয়েছে ১৫

হাজার টাকা !

বলাবাহুল্য সারাবিশ্ব যখন পর্নোগ্রাফীর ক্ষতি সম্পর্কে নিন্দা জানাচ্ছে,

পর্নোগ্রাফী নিষিদ্ধের জন্য আইন করছে,

সেখানে বাংলাদেশে পর্নোগ্রাফী পরিবেশ তৈরী করতে সানি লিওনদের প্রবেশ

ঘটানো হচ্ছে।

জনগণকে কথিত পর্নোতারকাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ভারতে ধর্ষণের ঘটনার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার পেছনে সবাই দায়ি

করেছে তাদের বলিউডের নোংরা জগতকে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি ২২ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার

হয়।

বলিউড পর্দায় নারী চরিত্ররাই এর জন্য দায়ী বলে সরাসরি দাবি করেছে

বিশেষজ্ঞ মহল ।

এমনকি দেশটির এক কুখ্যাত ধর্ষক পর্যন্ত নিজ মুখে স্বীকার করেছে,

বলিউডি সিনেমাগুলো তাকে ধর্ষণ করতে উৎসাহ দিয়েছে।

আপনারা সবাই লক্ষ্য করেছেন,

সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও নারী ও শিশু ধর্ষণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে । সংবাদপত্রের পাতা খুললেই ধর্ষণের খবরগুলো বড় করে চোখে পড়ছে।

অনেক্ ক্ষেত্রে নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

বিবিসির দেয়া তথ্য মতে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে ২৮০ শিশু ধর্ষণের শিকার হয়।

এটা স্পষ্ট বাংলাদেশে নারীর প্রতি সহিংসা আরো বৃদ্ধি করার লক্ষ্যে নতুন করে

কথিত বলিউডি পর্নো তারকাকে বাংলাদেশে এনে জনমণে পর্নোতার বিষ ঢুকিয়ে

দিতে চাইছে একটি মহল,

বাংলাদেশকেও তারা বানাতে চাইছে ভারতের মত ধর্ষণের দেশ।

এ ধরণের অনুষ্ঠান অবশ্যই জাতির নৈতিক অধঃপতন ঘটাবে এবং মানসিক বিকৃত ঘটিয়ে ধর্ষক হতে উৎসাহ দিবে।

বাংলাদেশের জনগণ ও প্রশাসনের উচিত দেশ ও জাতির নৈতিক অধঃপতন

ঠেকাতে এ ধরণের নিকৃষ্ট অনুষ্ঠান বন্ধ করে দেয়া এবং বাংলাদেশে যারা এ

অনুষ্ঠানের কন্ট্রাক্ট নিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করা।

দেশপ্রেমে উব্ধুদ্ধ হয়েই জাতিকে একতাবদ্ধ হয়ে কাজটি করতে হবে।

সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336523
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা তো সবকিছুতেই ভারতকে অনুসরন করছি। ধর্ষন এর রেকর্ড টাই বা বাকি থাকে কেন।
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:৫৫
278365
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
336529
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:২৭
জ্ঞানের কথা লিখেছেন : ভাই ছবিটা চেঞ্জ করেন।
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
278366
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই দুঃখিত ছবিটা পোষ্ট করার জন্য
সরিয়ে ফেলেছি
আপনাকে অনেক ধন্যবাদ
336530
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জ্ঞানের কথা লিখেছেন : ভাই ছবিটা চেঞ্জ করেন।
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
278367
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই দুঃখিত ছবিটা পোষ্ট করার জন্য
সরিয়ে ফেলেছি
আপনাকে অনেক ধন্যবাGood Luck
336537
১৮ আগস্ট ২০১৫ রাত ০২:০৭
নারী লিখেছেন : বাংলাদেশ নষ্ট এবং নষ্টের মুখে
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
278395
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
336575
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
হতভাগা লিখেছেন : জাকির নায়েকের চেয়ে সানি লিওনি বাংলাদেশের মানুষের কাছে বেশী আরাধ্য ।


শাহরুখের সময় টুকু সাহেব স্টেজের সামনে মাটিতে বসে তার পারফরমেন্স উপভোগ করছিলেন । সানির জন্য মনে হয় ঢাকার রাস্তায় যানজট লেগে যাবে ।

টিকিটের জন্য মারামারি হবে । এখন থেকেই একবেলা উপোস থেকে সানিকে দেখার টিকিট কাটার জন্য প্ল্যান শুরু করে দেবে উঠতি বয়সী পোলাপান । জুম্মার দিন মাসজিদে ২/৫ টাকা দেওয়া লোকেরাও এখন টাকা খুব সমঝে খরচ করা শুরু করবে।

সানির আগমনের দিনক্ষন গোনা শুরুর সাথে সাথে এদেশের তরুনীদের মনে অস্থিরতা শুরু হয়ে যাবে । তা সানির প্রস্থানেরও সপ্তাহ দুয়েক স্থায়ী হবে ।

Rape is not a crime , it's a surprise sex


এই উক্তির প্রবক্তা বিখ্যাত ভারতীয় নারী সানি এদেশে এসে বুঝিয়ে যাবে যে, আসলে ধর্ষনে মেয়েরা যে নিজেদের দেখায় যে খুব অপমানিত হয়েছে তা কিন্তু মোটেই ঠিক নয় । বরং ভেতরে ভেতরে এটাকে তারা উপভোগই করে''

মূলত সানির আগমনের পর থেকে মানুষ ধর্ষনের ঘটনায় এককভাবে ছেলেদের দোষারোপ করা থেকে সরে আসবে।
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:২৩
278396
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই আপনার জ্ঞানগভিরতাপুর্ন লেখাটার জন্য ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৭
278433
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
হতভাগা এ জাতির বর্তমান অবস্থায় "হতভাগা"র অভিমত যথার্থ

আপনাদের অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
336581
১৮ আগস্ট ২০১৫ সকাল ১১:০২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা তো সবকিছুতেই ভারতকে অনুসরন করছি। ধর্ষন এর রেকর্ড টাই বা বাকি থাকে কেন।

আসলে ব্যাপারটা সে ধরনেরই, অনেক ধন্যবাদ।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:১১
278409
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File