»সাঈদী হুজুর মুক্তি পেলেন না,মাওলানা বোরহান উদ্দিন স্যারের রোযা ভাঙ্গাও হলো না ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ আগস্ট, ২০১৫, ০৪:৫৯:২৭ বিকাল



»আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর গ্রেফতার হওয়ার পর মেটাংখর হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন অঙ্গীকার করেছিলেন,যতদিন না সাঈদী হুজুর মুক্তি পাচ্ছেন,ততদিন সাঈদী হুজুরের মুক্তির জন্যে রোযা রেখে যাবেন.

আর তাই তিনি নিষিদ্ধ দিন গুলো বাদে এই পাঁচ বছর টানা রোযা রেখে আসছিলেন.গত কয়েক দিন পূর্বে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে.

আল্লাহ তায়ালার কাছে আমরা দোয়া করি,মহান আল্লাহ তায়ালা যেন তার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস দান করেন.

এবং তিনি যাকে মুক্ত দেখার আশায় রোযা রেখে মৃত্যু বরন করলেন,তোমার সেই মজলুম বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দাও.

»আমিন!!

বিষয়: বিবিধ

২১৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335815
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২০
বুঝিনা লিখেছেন : তিনি যাকে মুক্ত দেখার আশায় রোযা রেখে মৃত্যু বরন করলেন,তোমার সেই মজলুম বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দাও, আমিন!!
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২২
277713
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ব্যাবস্থা করুন
ধন্যবাদ
335817
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪০
হতভাগা লিখেছেন : চাঁদে নাকি সাঈদী সাহেবের মুখ দেখা গিয়েছিল ?
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৬
277715
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রপাগান্ডা চালিয়েছিল কিছু স্বার্থেন্নসী মহল ,যেন রজৗনতিক ইসুটা তার আসল রুপ থেকে ছিটকে পড়ে এবং বাস্তবে তাই হয়েছিল
335838
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
শান্তিপ্রিয় লিখেছেন : আল্লাহ প্রত্যেক যালিম হতে কঠিন হিসাব গ্রহণ করবেন।
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:০২
277741
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের সকলের কামনা তাই হবে
335861
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:২৯
আব্দুল গাফফার লিখেছেন : আল্লাহ উনার রোজাকে কবুল করুন ,সাইদি সাবকে মুক্তি দিন ।
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:৪৪
277749
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
335883
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৫৪
নারী লিখেছেন : আল্লাহ্ তাকে বেহেশত নসিব করুক।
১৫ আগস্ট ২০১৫ রাত ০১:০৭
277790
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
335922
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা তাকে কবুল করুন।
১৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
277827
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File