'সংবিধানে রাষ্ট্রধর্ম জায়েজ করবে, জামায়াতকে মৌলবাদী বলবে, আবার প্রয়োজনে তাদেরকে সঙ্গে নেবার চেষ্টা করবে, এগুলি কি মুক্তিযুদ্ধের চেতনা?' =====================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ আগস্ট, ২০১৫, ১২:২৫:১৮ রাত



'সংবিধানে রাষ্ট্রধর্ম জায়েজ করবে, জামায়াতকে মৌলবাদী বলবে, আবার প্রয়োজনে তাদেরকে সঙ্গে নেবার চেষ্টা করবে, এগুলি কি মুক্তিযুদ্ধের চেতনা?'

নুরুল কবির বলেন, বেইস লাইন বলতে যেটা সুরঞ্জিত সেন গুপ্ত যা বলেছেন সেই জায়গায় তো আওয়ামীলীগ নাই।

সুরনজিত ইতিহাসের কথা বলেছেন, পাকিস্থানের বিরুদ্ধে আন্দোলন করতে আওয়ামীলীগ দেশের মানুষকে সংঘটিত, হা সত্য কথা।

কিন্তু সংঘটিত আওয়ামীলীগ একা করে নাই , তখন আরো দল ছিল। আর সুরনজিত তখন আওয়ামীলীগ করতেন না।

যুদ্ধ করতে হয়েছে সত্য কথা, বিএনপি তখন পয়দা ই হয় নাই, জামায়াত বিরোধিতা করেছে।

প্রশ্নটা হচ্ছে এই যে সংঘটিত করেছেন, কষ্ট করেছেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। এই মুক্তিযুদ্ধ টা করেছে কি কারণে সেই কারণটাই হচ্ছে বেইস লাইন।

তিনি আরো বলেন, কারণটা হচ্ছে এখানে একটা জন প্রতিনিধিত্ব ব্যবস্থা থাকবে, এটা একটা সেকুলার রাষ্ট্র হবে, এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমতা থাকবে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের বেইজ লাইন।

সর্বশেষ এই যে আগের পার্লামেন্টের আগ পর্যন্ত আওয়ামীলীগ বলতো বাংলাদেশে যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা বিভিন্ন সময় অন্য সব পার্টি করেছে। তারা এগুলোকে অপজিসন থাকায় বয়কট করেছে, মানে নাই। তারা যখন দুই তৃতীয়াংশের ও বেশী ছিল, এটা কে জায়েজ করলো কারা?

রাষ্ট্রধর্ম জায়েজ করবে, জামায়াতকে মৌলবাদী বলবে, আবার প্রয়োজনে তাদেরকে সঙ্গে নেবার চেষ্টা করবে, এগুলি কি মুক্তিযুদ্ধের চেতনা?

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335760
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৭
হতভাগা লিখেছেন : যারা সময় + সুযোগ + বয়স + সামর্থ্য থাকা সত্ত্বেও সন্মুখ সমরে না গিয়ে ঘরে বসে থেকেছে , পালিয়ে অন্যদেশে গিয়ে মৌজমাস্তি করেছে - তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনার মাঝে বলতে চাই -

আঙ্কেল , থামলে ভাল লাগে
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৬
277680
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সে তো নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে না বা বিপক্ষের ও বলে না
আজ যারা তারমতো সামর্থ থাকার পরেও দাদাদের দেশে গিয়ে আয়েসি জীবন যাপন করেছে তারা একএকবার এক এক রকম কথা বললে তখন তো অন্যরা চুপ থাকতে পারেনা ।
335800
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৩
নারী লিখেছেন : এগুলো অতিরিক্ত স্বাদীনতার চেতনা
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৮
277682
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাধীনতার কোন চেতনা নাই। যারা বলে ওরা প্রকৃত স্বাধীনতার ইতিহাস জানে না।
ঐ দিন ১৯৭১ সালে কৃষক শ্রমিক জেলে কামার কুমার তাতি ধোপা নাপিত খেটে খাওয়া দিন মজুররা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল , তারা কোন চেতনায় বিশ্বাসী হয়ে যুদ্ধে যায়নি , তারা পাকিস্তানিদের অত্যাচার থেকে জাতীকে বাচাতে মুক্তি যুদ্ধে গিয়েছিল
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৭
277686
নারী লিখেছেন : ইতিহাস জানেনা বলেই তো বেশী লাফায়।
তারা হলো অল্প বিদ্যায় ভয়ংকারী
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫০
277689
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
335810
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২১
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
277712
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File