"বাংলাদেশের প্রত্যেকটি জেল খানায় যেন জামায়াতের অফিস , এমন কেন ?" _________________________________________

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ আগস্ট, ২০১৫, ১১:০৮:৫৩ রাত

চুম্বকের সাথে লোহা বসবাস করতে থাকলে এক সমায় লোহা চুম্বক চুম্বক

ভাব নেই।

লোহা এবং চুম্বক এক সাথে রেখে কিছু দিন পরে লোহা আলাদা করলে লোহাটাই

চুম্বক হয়ে যায়. কিন্তু চুম্বক কখনোই লোহা হয়না।

বাংলাদেশের সমস্ত জেলখানা আজ আলেম ওলামা হুজুর দিয়ে ভর্তী।

চোর, ডাকাত ,বদমাইশ ,বেয়াদব ও হুজুর আজ একসাথেই দিন কাটাচ্ছে জেল

খানাতে. কথা হচ্ছিলো ৬ মাস জেল খাটা এক চোরের সাথে.তাকে দেখলে

চিনায় যাবেনা.মুখে দাড়ি মাথায় টুপি আর সব সমায় গায়ে পাঞ্জাবি.

------আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমিনা দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে

রাগে খিটিমিটি করতে কিন্তু এখন নিজেই হুজুর হয়ে গেলে?

----জেল খাটা লোক টি উত্তর দিলো,হুজুর দের সাথে না মিশলে বুঝাই

যাবেনা যে কেমন তারা।

----তুমি চুরি করতে?কিন্তু সেটা ছেড়ে দিলে?

----হ্যাঁ,জেলখানার ভিতরে ওয়াদা করেছিলাম আর চুরি করবোনা.তাই

ওটা ছেড়ে দিয়েছি।

----তুমি নামাজি হলে কিভাবে?

-----যখন জেলখানায় ছিলাম আযান হলে জামায়াত শিবিরের ভাইয়েরা নামাজে ডেকে নিয়ে যেত.কোন ভাবেই শিবিরের ভাইয়ের এড়িয়ে চলতে পারিনি.কি মিল ছিল আমাদের.এখনো ভুলতে পারিনি সেই সব ভাইদের

কথা যারা নিজে না খেয়ে আমাদের খোজ নিত।মনে হচ্ছে আরও কিছুদিন

থেকে আসি।

-----জেলখানার ভিতরে কি কি শিখেছো?

----কুরআন তেলাওয়াত শিখেছি সমস্ত মাসলা মাসয়ালা শিখেছি এমনকি ওয়াজ

করতে পারি কুরআন হাদিসের দারস দিতেও শিখে ফেলেছি।

-----আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে শিখলে এত কিছু?

-----৬ মাসে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজবাদ জামায়াত ইসলামের হুজুররা ওয়াজ করতো কুরআন হাদিসের কথা বলতো আর বিকাল মক্তব

পড়তে হত।

সেখানে আরবি কায়দা থেকে আম্পারা পরে কুরআন শিখেছি।

-----আচ্ছা ভাই যারা জেল খানায় আছে তারা কোন দল সাপোর্ট করে?

-----যতদূর বুঝলাম শতকরা ৯৯% লোক জামায়াত শিবির ভক্ত হয়ে গেছে।বাদ বাকি ১% অমুসলিম তারাও জামায়াত ইসলাম ভালবেসে ফেলেছে।

-----সব মিলিয়ে জেলখানার অবস্থা কেমন?

-----সব মিলিয়ে ৯৫% ইসলাম জেলখানায় কায়েম হয়ে গেছে।জামায়াত

শিবিরের সহযোগিতার কারনে।

আযানের সমায় যখন আযান হতো "হায়্যেয়ালাছ ছলাহ" তখন সবাই

উর্ধ গতিতে ছুটে যেত নামাজের স্থানে.জান্নাতের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে জেলখানায়.একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম মুসাফাহা কুলাকুলি হাসাহাসি আর কত মিল মহাব্বত।

ভুলতে পারিনি জেলখানার ৬ মাসের জান্নাতি দিন গুলোর কথা.জামায়াত

শিবিরের ভাইদের সাথে মিশার কারনে সত্যিকারের ইসলাম বুঝার

তাওফিক হলো।

সাথে সাথে রাজাকার ভাইদের চিনে ফেল্লাম. আমি তার কথা শুলে অসাড়

হয়ে গেলাম.আনন্দে আত্মহারা হয়ে যেতে লাগ্লাম।

এতক্ষণ কি শুনলাম এইসব।

বাংলা দেশে ইসলাম কায়েমের আর বেশি দেরি নাই। জেল থেকেই

সূত্রপাত হয়ে আসছে এক টু ধর্য্য আর এক টু অপেক্ষা।

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335527
১২ আগস্ট ২০১৫ রাত ১১:১৪
স্বপ্নচারী মাঝি লিখেছেন : সত্যের বিজয় অবশ্যম্ভাবী। আলো কখনো লুকানো যায় না। অন্ধকার ভেদ করে তা একদিন আত্মপ্রকাশ করবেই।
১২ আগস্ট ২০১৫ রাত ১১:১৬
277427
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
335545
১৩ আগস্ট ২০১৫ রাত ০১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুজাদ্দিদ আল ফিসানি কে সম্রাট আকবর কারারুদ্ধ করেছিলেন। আর কারাগারেই গড়ে উঠেছিল তার আন্দোলন।
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৯
277456
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ বাংলার জমিনও তেমনই হবে
ধন্যবাদ আপনাকে
Good Luck Good Luck
335558
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৭
মনসুর আহামেদ লিখেছেন : ভাল লেগেছে। কে,এম আমিনুল হকের
আমি আলবদর বলছি। বইটা পড়েন।
এখানে লিংক:http://www.storyofbangladesh.com
১৩ আগস্ট ২০১৫ সকাল ১০:০০
277458
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck Good Luck
335585
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
277499
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালামা ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File