এইচটি ইমামের ভাইভা বোর্ড থেকে চাকরির জন্য ইন্টারভিউ চলছে =====================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ আগস্ট, ২০১৫, ০৮:৫৯:৫৪ রাত
এইচটি ইমামের ভাইভা বোর্ড থেকে
প্রশ্ন: - বলো তো, বিসিএস ক্যাডার হইতে কি লাগে?
উত্তর:- পিশতল
প্রশ্ন:- মানে কি? তুমি কি ছাত্রলীগ করো?
উত্তর:- এ্যানসার শুনে বুঝেন না?
প্রশ্ন: - প্রতিরক্ষা বলতে কি বুঝ?
উত্তর:- লগি, বৈঠা, হাতুরী, পিশতল থেকে শুরু করে একে-47 পর্যন্ত
যন্ত্রপাতি যা প্রতিপক্ষ দমনে ব্যবহার করে থাকি বাহ! বাহ!! দারুন...
লিখিততে পাশ করলে কিভাবে?
উত্তর:- আগের দিন রাতে প্রশ্ন দলীয় দপ্তর থেকে ই-মেইলের মাধ্যমে।
বাহ!
তুমি তো ডিজিটাল বাংলাদেশের গৌরব, আগামীকাল থেকেই ইকোনোমিক
সেক্টরে তোমার জয়েন।
ধন্যবাদ স্যার, দেখা হবে রাজপথে...
সংগৃহিত
মন্তব্যঃ এত দিন
গোপনে গোপনে বা জনশ্রুতি থাকিলেও ইহা এখন রম্য গল্প বা কাল্পনিক কিচ্ছা-
কাহিনী নয়, ইহাই সত্য এবং বাস্তব। তাহাই অকপটে বলিয়া ফেলিয়াছেন
প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমাম ।
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন