সাংস্কৃতিক জগতের সহযুগিতা চাই , যদি কোন ভাইর সামর্থ থাকে :-=========================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ আগস্ট, ২০১৫, ১০:৫৯:৩৬ সকাল
জীবনের বেশীর ভাগ সময় প্রবাসে কাটিয়ে এখন প্রায় হাফিয়ে উঠেছি।
সাংস্কৃতিক জগতে কখনো প্রবেশ করা হয়নি , কিন্তু লেখালেখির জগতে কিছুটা প্রবেশের চেষ্টা করেছি।
অনেক ছোট গল্প লিখেছি যেই গুলি দিয়া মোটামুটি একটা একটা নাটক তৈরী করা যেতে পারে।
গত জানুয়ারীর প্রথম দিন দেশে উদ্দেশ্য করে গিয়েছিলাম একুশের বই মেলায় ...........কিন্তু দেশে যাওয়ার পরদিন থেকে ছুটি শেষ হওয়ার আগের দিন অবধি বাড়ীর বাইরে যেতে পারি নাই অবরোধের কারনে।
যদি কোন সংস্থার কোন ভাই বোন এখানে থাকেন যিনি আমাকে সহযুগিতা করবেন , আমার লেখাগুলি যথাযথ কতৃপক্ষের কাছে পৌছাবেন তাহা হলে প্রবাসের কঠিন জীবন থেকে অনন্তত এই বয়সে দেশের মাটির সাথে থাকতে পারি।
প্রবাস জীবনটা বেশীর ভাগ লোকের জন্যই অভিসাপ ।
প্রবাসীদের জীবনে অর্থনৈতিক স্বাবলম্বি হলেও সেখানে হয়তো থাকে পারিবারিক অশান্তি ,পরকিয়ার মতো অভিসাপ , ছেলেমেয়েরা অবাধ্য হওয়া সন্তানদের লেখাপড়ায় অমনোযোগি ইত্যাদি হওয়া।
আমার একমাত্র ছেলেটি এবার আই এস সি পরিক্ষায় ফেল করেছে।
আল্লাহ সবাইর জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে আনুক।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার একমাত্র ছেলেটি এবার আই এস সি পরিক্ষায় ফেল করেছে।
আল্লাহ সবাইর জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে আনুক।
আমনেরে কি বইলা যে শান্তনা দিব, বুঝিতে পারছিনা। তবে আমনের মনের দুঃখ আমি তিলে তিলে বুঝি। আমনের ছেলে ভালও করিতে পারে। তারে তিরস্কার না করিয়া বুঝান। এটা একটা সিদ্ধান্ত নেবার পালা। অকৃতকার্যতাই কৃতাকার্যের মুল চাবিকাটি। অনেক ধন্যবাদ
সেখানে পুরাটাই কিছু না শিক্ষার বিষয় আছে
ধন্যবাদ
ছেলের জীবনটাকে যদি সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে দেশে ব্যাক করতে হবে ইমিডিয়েটলি ।
( ব্লগে আছেন ১২ মাস ৪ দিন , এর মধ্যেই ৩০০+ পোস্ট !!! । আর আপনার ব্লগটিও প্রায় ২ লাখের কাছাকাছি ভিজিট করা হয়েছে !!! পুরাই কাপাকাপি অবস্থা !!!
তবে আপনি অন্যের পোস্টে তুলনামূলকভাবে কমেন্ট করেন কম )
আশা করেছি ১০টা মাস থাকলে আমার গ্রাডুয়াটি পুরা হবে তাই তখন যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিল
আর কথা হলো আসলে সময় যাহা পাই ফ্যামেলির সাথে মিথ্যা হাসিতে নিজেকে খুজি তাই কমেন্ট কম
যাই হউক আপনার সুন্দর উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন