প্রধানমন্ত্রীর আপ্যায়ন খরচ ৮০ লাখ থেকে বেড়ে ৭ কোটি ৮০ লাখ টাকা ! কিন্তু কেন ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ আগস্ট, ২০১৫, ০৯:৩১:৩৬ রাত



প্রধানমন্ত্রীর আপ্যায়ন খরচ ৮০ লাখ থেকে বেড়ে ৭ কোটি ৮০ লাখ টাকাঃ একদিনেই ব্যয় ৩ লক্ষ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনিক আপ্যায়ন খরচ ২ লাখ ১৩ হাজার ৬৯৮ টাকা।

এ খাতে তিনি ২০১১-১২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ৮০ লাখ টাকা, যা আগের সরকারগুলোর চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

বিগত সরকারগুলোর সময় এ খাতে ব্যয় হতো বছরে ৮০ লাখ টাকা। আর এখন এক মাসেই হচ্ছে ৬৫ লাখ টাকা।

চমকে উঠার মতো এসব তথ্য জানা গেছে গত কয়েক বছরের বাজেট ঘেঁটে। অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বার্ষিক বাজেট ২০১২-১৩-এ প্রধানমন্ত্রীর কার্যালয় পার্টে দেখা যায়, আগের বছর অর্থাত্ ২০১১-১২ অর্থবছরে আপ্যায়ন খাতে ব্যয় করা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা।

এটি সংশোধিত বাজেট।

ওই বছর এ খাতে বরাদ্দ ছিল ৩ কোটি ৩৭ লাখ টাকা।

বরাদ্দের চেয়ে ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় বেশি হওয়ায় অর্থবছরের শেষপ্রান্তে এসে এ খাতে বাজেট সংশোধন করতে হয়।

আমার দেশের মানুষ না খেয়ে মরে, আর খুনী হাসিনা বিলাস করে বেড়ায় । । ওর শরীর মাটিতেই গ্রহন করবে না।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৬১০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334556
০৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৫১
নাবিক লিখেছেন :
০৮ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
276617
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying
334598
০৯ আগস্ট ২০১৫ রাত ০১:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এসব পুরনো খবর!! এখন এ সবে মন নেই পাঠকের।
334647
০৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
দ্য স্লেভ লিখেছেন : এত টাকায় কি খায় ? ??? আল্লাহ হিসাব চাইবেন ...
334715
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০১
হতভাগা লিখেছেন : বিরাট মান্যগন্য ব্যক্তি , কাজকারবারের খরচও বিরাট হবে ।
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩১
276729
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File